Posts

If you need pdf note please contact me over messenger.

 ৬ষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্নঃ অধ্যায়ঃ ১.১ অধ্যায়ঃ১.২

৬ষ্ঠ শ্রেণি

  প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ১। তাহমিদের মোবাইলে গ্রামীণ নম্বর থেকে একটি কল এলো। ওই নম্বরে ০১৭১ এর পর ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭ কয়েকটি অঙ্ক প্রতীক দেখা গেল। ক) অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। খ) উপর্যুক্ত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো, যার প্রথমে ৩ ও শেষে ৮ আছে। গ) বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। সমাধান : https://banglarmuk11224.blogspot.com/p/blog-page_26.html   ২। পাঁচ বিলিয়ন দুই শ চল্লিশ মিলিয়ন তিন শ বাইশ হাজার পাঁচ আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখা একটি সংখ্যা। ক) ৫ মিলিয়নে কত লাখ? খ) দেশি রীতিতে সংখ্যাটিকে প্রকাশ করো। গ) সংখ্যাটিকে বিপরীতক্রমে সাজিয়ে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। সমাধান : ক) আমরা জানি, ১ মিলিয়ন = ১০ লাখ ৫ মিলিয়ন = (১০–৫) লাখ = ৫০ লাখ খ) কথায় প্রকাশিত প্রদত্ত সংখ্যাটিকে অঙ্কপাতন করে পাই, বিলিয়ন  মিলিয়ন  হাজার  শতক  দশক  একক    ৫      ২৪০     ৩২২   ০      ০   ...
Linking words

Degree

Pdf download 
  কুইজ-১

Classification of virus

 Classification of virus • Viruses are small obligate intracellular parasites, which by definition contain either a RNA or DNA genome surrounded by a protective, virus-coded protein coat. • Viruses range from the structurally simple and small parvoviruses and picornaviruses to the large and complex poxviruses and herpesviruses. • Viruses are classified on the basis of morphology, chemical composition, and mode of replication. • The viruses that infect humans are currently grouped into 21 families, reflecting only a small part of the spectrum of the multitude of different viruses whose host ranges extend from vertebrates to protozoa and from plants and fungi to bacteria. On the Basis of Genetic Material Present • Viruses are small, nonliving parasites, which cannot replicate outside of a host cell. • A virus consists of genetic information — either DNA or RNA — coated by a protein.  • Accordingly, they are classified as DNA viruses and RNA viruses. • The nucleic...

Body fluid compartments

 Body fluid compartments    By   Dr. Gouse Mohiddin Shaik  • Most abundant substance present in our body is “water”  • About 60% of healthy human body weight is water  • Water is distributed in different compartments of our body        • Intracellular fluid compartment  • Is the fluid compartment of the body consisting of all the water present within the cell  • Water is present out of the cells is called extracellular fluid  • Non-circulatory water present around the cells is called intersterial fluid  • Circulatory water in the blood is present as plasma      Intracellular fluid Extracellular fluid      40 % Dry weight 60% total body water      Innate immunity  • Intracellular fluid  • Rich in potassium (K) and magnesium (Mg)  • Rich in proteins  • Extracellular fluid  • Rich in sodium (Na)  • Ric...

নরমালিটি

Image
       মোলারিটি সম্পর্কে আগেই আলোচনা করেছি।না পড়ে থাকলে  মোলারিটি র উপর ক্লিক করো। নরমালিটি  সম্পর্কে জানার আগে আমাদের জানা দরকার গ্রাম তুল্য ভর আসলে কী। দ্রবণে কোন মৌলের মোলারিটিকে তার যোজনী দিয়ে ভাগ করলে ঐ মৌলের গ্রাম তুল্য ভর পাওয়া যায়। আর যৌগের ক্ষেত্রে কোন যৌগের কয় মোল অপর কোন যৌগের সাথে বিক্রিয়া করছে, সেই সংখ্যা দিয়ে মোলারিটিকে ভাগ দিলে তার গ্রাম তুল্য ভর পাওয়া যায়। ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এসবের মান পরিবর্তন হয়ে যেতে পারে, তাই গ্রাম তুল্য এককের মানও পরিবর্তিত হয়ে যেতে পারে। এবার চলো নরমালিটি সম্পর্কে  জেনে আসি: নরমালিটি = গ্রাম তুল্য ভর / দ্রবণের আয়তন। একে N দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কোন দ্রবণের নরমালিটি ১ হলে তাকে বলে ১ নর্মাল দ্রবণ। উদাহরণ হিসেবে, সালফিউরিক এসিডের H₂SO₄ দ্রবণে প্রতি লিটারে ৯৮ গ্রাম এসিড দ্রবীভূত থাকলে অম্ল-ক্ষার বিক্রিয়ার ক্ষেত্রে এর নরমালিটি হবে ২।(আরো সহজ করে বলি,যৌগের ভরকে যৌগে যতগুলো H থাকবে বা H সমতুল্য যতটা থাকবে ততদিয়ে ভাগ করতে হবে) সালফিউরিক এসিডে ২ মোল H⁺ আয়ন থাকায়( H₂SO₄ এ H আছে ২ টি)প্রতি ১ মোল ক্ষারের...

Bacteria

Image
                                 Bacteria Bacteria are a type of primitive nucleated, Greenless,unicellular microorganism whose nucleus is not well-formed. They cannot be seen without a microscope. Their size ranges from 0.26 to 57. These are known as the simplest and smallest creatures in the living world. Peptodoglycan or murine is a unique property of bacteria. But it is important to remember that it is absent in cyanobacteria but some cyanobacteria have a layer called pseudoglycone. Peptidoglycone is a polymer that combines sugars and amino acids that form a lattice-like layer outside the plasma membrane of most bacteria to form a cell wall. All of them belong to the state of monera. We can usually divide them into two parts. 1) Eubacteria 2) Cyanobacteria Eubacteria: Eubacteria are single-celled prokaryotic micro organisms. They are also called true bacteria. They are found in all parts of the worl...

ব্যাকটেরিয়া (Bacteria)

Image
  ব্যাকটেরিয়া হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুজীব, যার নিউক্লিয়াসটি সুগঠিত নয়। অণুবীক্ষণযন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এদের আয়তন ০.২μ থেকে ৫μ পর্যন্ত হয়ে থাকে। জীবজগতের এগুলােই সরলতম ও ক্ষুদ্রতম জীব বলে পরিচিত। পেপটডোগ্লিকেন বা মুরিন হ'ল ব্যাকটেরিয়ার একটি অনন্য বৈশিষ্ট্য।কিন্তু মনে রাখা জরুরি যে এটি সায়ানো ব্যাকটেরিয়াতে অনুপস্থিত কিন্ত কিছু কিছু সায়ানো ব্যাকটেরিয়াতে সিওডোগ্লাইকোন নামে একটা স্তর থাকে। পেপটিডোগ্লাইকোন হল একটি পলিমার যা সুগার এবং অ্যামিনো অ্যাসিড সমন্বিত করে যা বেশিরভাগ ব্যাকটেরিয়ার প্লাজমা ঝিল্লির বাইরে জাল জাতীয় স্তর তৈরি করে কোষের প্রাচীর গঠন করে। এরা সকলে মনেরা রাজ্যের অন্তর্গত। এদেরকে সাধারনত দুই ভাগে ভাগ করতে পারি। ১)ইউব্যাকটেরিয়া ২)সায়ানোব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়া : ইউব্যাকটেরিয়া হ'ল এককোষী কোষযুক্ত প্রকেরিয়োটিক অণুজীবজীব।এদেরকে সত্য ব্যাকটেরিয়াও বলা হয়। এদেরকে বিশ্বের সকল অঞ্চলে পাওয়া যায়।সাগর,মহাসাগর,মরুভূমি, তুষারান্চল,অগ্নিগিরি সকল স্থানে এদের পাওয়া যায়।সায়ানোব্যাকটেরিয়া ব্যতীত সব ধরণের ব্যাকটিরিয়া এই গ্রুপের  অন্তর্ভুক্ত। আম...

টনিসিটি কি?

Image
টনিসিটি :  অর্ধভেদ্য একটি পর্দা দ্বারা পৃথককৃত দুটি তরল পদার্থ, পর্দার উপর যে চাপ প্রয়োগ করে সেটাই অসমোটিক প্রেসার।এক একটা ঘনমাত্রার তরলের অসমোটিক প্রেসার ও একেক রকম হবে।উদাহরন স্বরুপ বলা যেতে পারে,একটা রশির দুই দিকে দুজন মানুষ ধরে টানাটানি করছে।এখন স্বভাবত যার গায়ে শক্তি বেশি সে দড়িটিকে নিজের দিকে বেশি করে টেনে নিয়ে আসবে।ঠিক তেমনি যে দ্রবণের ঘনত্ব বেশি থাকবে সে তত বেশি চাপ দেবে পর্দার উপর।আর তার অসমোটিক প্রেসারও বেশি হবে।এখন আমরা এই অসমোটিক প্রেসারকে পরিমাপ করবো।কিন্তু এই চাপের এককটা কি হবে? হ্যা ঠিকই ধরেছো এই চাপের এককের নামেই হলো টনিসিটি।   এই টনিসিটি কে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ১) হাইপোটনিক ২)আইসোটনিক  ৩)হাইপারটনিক হাইপোটনিক : হাইপো একটা গ্রীক শব্দ যার আবিধানিক অর্থ কম মাত্রা। অর্থাৎ হাইপোটনিক দ্রবণ হলো সেই সমস্ত দ্রবণ যা অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত অংশের ঘনত্বের চেয়ে বাইরের ঘনত্ব কম থাকবে।তখন স্বভাবত ব্যাপন প্রক্রিয়ায় কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে তরলের প্রবাহ চলতে থাকবে।এই প্রবাহ ততক্ষণ চলবে,যতক্ষণ পর্যান্ত ভেতর ও বাইরের ঘনত্ব সমান না হবে।...

মোলারিটি নিয়ে যত কথা

Molarity মোলারিটি : নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে , সে মোল সংখ্যাকে ঐ দ্রবণে দ্রবটির মোলারিটি বলে ।   ব্যাপারটা আরো সহজ করে বল্লে দাড়ায় যে , মোল কে লিটার দিয়ে ভাগ দিতে হবে।তাহলেই পেয়ে যাব মোলারিটি।   যদি আমরা মোল = n ধরি এবং লিটার L ধরি   এবং মোলারিটি =M ধরি তবে ব্যাপারটা হবে ,M=n/L   মোল কাকে বলে মনে আছেতো ? মোল = পদার্থের ভর গ্রাম এককে / পদার্থের পারমাণবিক ভার । চলো কিছু উদাহরন দেখে আসা যাক । উদাহরন ০১ : ১০০ মিলি ১ . ২ মোলার ফেরাস সালফেটের দ্রবণ তৈরি করো । উত্তর :  ( ১ ) আমরা জানি ,           Fe এর পারমাণবিক ভর =55.85           S এর পারমাণবিক ভর = 32           O এর পারমাণবিক ভর =16 . '. FeSO4 এর আণবিক ভর =55.85+32+(16x4)=151.85 গ্রাম 1000 মি . লি 1 মোল FeSO4 =151.85 গ্রাম  1.       "       1...

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;