মোলারিটি নিয়ে যত কথা
Molarity
মোলারিটি:নির্দিষ্ট তাপমাত্রায় এক
লিটার
দ্রবনে
যত
মোল
দ্রব
দ্রবীভূত থাকে,সে মোল সংখ্যাকে ঐ
দ্রবণে
দ্রবটির মোলারিটি বলে।
ব্যাপারটা আরো
সহজ
করে
বল্লে
দাড়ায়
যে,মোল কে লিটার
দিয়ে
ভাগ
দিতে
হবে।তাহলেই পেয়ে
যাব
মোলারিটি।
যদি
আমরা
মোল=
n ধরি
এবং
লিটার
L ধরি
এবং
মোলারিটি =M ধরি
তবে
ব্যাপারটা হবে,M=n/L
মোল
কাকে
বলে
মনে
আছেতো?
মোল
= পদার্থের ভর
গ্রাম
এককে
/পদার্থের পারমাণবিক ভার।
চলো
কিছু
উদাহরন
দেখে
আসা
যাক।
উদাহরন
০১:
১০০
মিলি
১.২ মোলার ফেরাস
সালফেটের দ্রবণ
তৈরি
করো।
উত্তর
:
(১)আমরা জানি,
Fe এর
পারমাণবিক ভর=55.85
S
এর
পারমাণবিক ভর
= 32
O
এর
পারমাণবিক ভর=16
. '. FeSO4 এর আণবিক ভর=55.85+32+(16x4)=151.85গ্রাম
1000মি.লি
1 মোল
FeSO4 =151.85 গ্রাম
1.
" 1 " FeSO4
=151.85/১০০০
100 " 1.2
" 151.85x100x1.2/1000
=18.222 গ্রাম
(2) ২৫০ মিলি
০.৪৫ মোলার কপার
সালফেটের দ্রবণ তৈরি
করো।
উত্তর
:
আমরা জানি,
Cu পারমাণবিক ভর=63.55
S
এর
পারমাণবিক ভর
= 32
O
এর
পারমাণবিক ভর=16
. '. CuSO4 এর আণবিক ভর=63.55+32+(16x4)=159.55গ্রাম
1000 মি.লি 1 মোল CuSO4 =159.55 গ্রাম
1 " 1 " CuSO4 =159.55/1000
250 " .48 " 159.55x250x0.48/1000
=19.146 গ্রাম
উত্তর :
আমরা জানি,
K
এর
পারমাণবিক ভর=39.1
Cl এর পারমাণবিক ভর = 35.5
1000 মি.লি 1 মোল KCl=74.6 গ্রাম
1 " 1 " KCl =74.6/1000
500 " .313 " 74.6x500x0.313/1000
=11.674 গ্রাম
উত্তর
:
Be এর পারমাণবিক ভর=9.02
. '. BeCl2 এর আণবিক ভর=9.02+(35.5x2)=80.02গ্রাম
1000 মি.লি 1 মোল BeCl2=80.02 গ্রাম
1 " 1 " BeCl2 =80.02/1000
100 " 1.13 " 80.02x100x1.13/1000
=9.04226গ্রাম
(5) কিভাবে তুমি ১০ মিলি ০.০২৫ মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করবে?
আমরা জানি,
Na এর পারমাণবিক ভর=23
Cl এর পারমাণবিক ভর = 35.5
. '. NaCl এর আণবিক ভর=23+35.5=58.5গ্রাম
1000 মি.লি 1 মোল NaCl=58.5 গ্রাম
1
" 1 " NaCl
=58.5/1000
10 " 0.025 " 58.5x10x0.025 /1000
=0.014625 গ্রাম
Comments
Post a Comment
Thanks