If you need pdf note please contact me over messenger.

তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৫ মানুষের গুণ

>> অধ্যায়টির মূলভাব জেনে নিই

সত্য কথা বলা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, অন্যদের সহযোগিতা করা ইত্যাদি ভালো মানুষের গুণ। এ ধরনের গুণের অধিকারী মানুষকে সবাই ভালোবাসে। সমাজের সবাই তাকে সম্মান করে। আমরা সবসময় ভালো কাজ করব। ভালো মানুষ হব।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ৫ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

অধ্যায় ৫ পরিচ্ছেদ ১ ভালো গুণ

আমাদের কার কী কী গুণ আছে? শিক্ষক বোর্ডে তার একটি তালিকা তৈরি করবেন।
উত্তর : শিক্ষকের সহায়তা নিয়ে নিজেরা কর।

গল্পটি থেকে শিক্ষকের ভালো গুণগুলো লেখ, কাজটি জোড়ায় কর।
ভালো গুণের তালিকা
১.
২.
৩.
৪.
উত্তর : গল্পটি থেকে শিক্ষকের ভালো গুণগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লেখা হলো :
ভালো গুণের তালিকা
১. সততা
২. ভালো ব্যবহার
৩. কারো ক্ষতি না করা
৪. সত্যবাদিতা
৫. মানুষের উপকার করা
৬. নিয়ম মেনে চলা
৭. কথা দিয়ে কথা রাখা

তিনজনের একটি দলে ভালো ও মন্দ কাজের ভ‚মিকাভিনয় কর।
শ্রেণিকক্ষে একজন হঠাৎ পড়ে যাওয়ার অভিনয় করবে। তাই বই-খাতা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়বে। আরেকজন সহপাঠী তা দেখে হাসবে। তখন অন্য একজন সহপাঠী তাকে উঠতে সাহায্য করবে এবং তার বই-খাতা গুছিয়ে দেবে।
এরকম আরও কিছু ঘটনা নিয়ে চিন্তা কর।
উত্তর : শিক্ষকের সহায়তায় নিজেরা কর।

> অল্প কথায় উত্তর দাও।
আমরা কেন ভালো মানুষ হব?
উত্তর : ভালো মানুষের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়। ভালো মানুষদের সবাই ভালোভাসে ও শ্রদ্ধা করে। তাই আমরা ভালো মানুষ হব।

অধ্যায় ৫ পরিচ্ছেদ ২ ভালো কাজ করা

একজন ব>ুর সাথে আলোচনা কর :
তুমি কেন ভালো কাজ কর?
উত্তর : ভালো কাজ করলে নিজের ভালো হবে, সমাজের সবাই ভালো বলবে।
তুমি কেন খারাপ কাজ কর না?
উত্তর : খারাপ কাজ করলে নিজের ও পরিবারের ক্ষতি হবে, সমাজের সবাই খারাপ বলবে।

চিন্তা কর তুমি এই সপ্তাহে কী কী কাজ করেছ। এরপর নিচের ছকে লেখ।
ভালো কাজ মন্দ কাজ

উত্তর : আমার এ সপ্তাহের ভালো ও মন্দ কাজের তালিকা নিচের ছকে দেওয়া হলো :
ভালো কাজ মন্দ কাজ
দুর্বল সহপাঠীকে ক্লাস শেষে পড়া বুঝিয়েছি। বিদ্যালয়ের বাগানের ফুল ছিঁড়েছি।
একজন বৃদ্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করেছি। শ্রেণিকক্ষে কাগজের টুকরা ফেলেছি।
অসুস্থ কবিরকে দেখতে তার বাসায় গিয়েছি। রবিবারের বাড়ির কাজ তৈরি করিনি।

এখন একটি ভ‚মিকাভিনয় কর। এখানে তুমি সেই লোকটির সাক্ষাৎকার নেবে যিনি ব্যাগটি পুলিশকে দিয়েছেন। কাজটি জুটিতে কর এবং নিচের প্রশ্নগুলোর মতো কিছু প্রশ্ন করতে পার :
ক্স কেন লোকটি পুলিশকে ব্যাগটি দিয়েছেন?
ক্স তিনি এখন কেমন অনুভব করছেন?
ক্স ভালো কাজের জন্য তিনি কী পেলেন?
উত্তর : শিক্ষকের সাহায্য নিয়ে সহপাঠীর সাথে করার চেষ্টা কর।

>> উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।
১. ভালো মানুষকে সমাজের সকলেই  করে।
২. আমরা সবসময় বড়দের  করব।
৩. প্রয়োজনে অন্যকে  করার চেষ্টা করব।
উত্তর : ১. প্রশংসা ২. সম্মান ৩. সাহায্য।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ৫ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

>> বাম অংশেরে সাথে ডান অংশের মিলকরণ
ক) ভালো মানুষ হলো তারা যারা
খ) কোনো মানুষকে কথা দিলে তা
গ) বড়দের সব সময়
ঘ) প্রত্যেক মানুষের কিছু
ঙ) ভালো কাজ করলে মিথ্যা বলব না।
সম্মান করব।
সকলে প্রশংসা করেন।
সবার সাথে ভালো ব্যবহার করেন।
রাখতে হয়।
গুণ থাকে।
উত্তর :
ক) ভালো মানুষ হলো তারা যারা সবার সাথে ভালো ব্যবহার করেন।
খ) কোনো মানুষকে কথা দিলে তা রাখতে হয়।
গ) বড়দের সব সময় সম্মান করব।
ঘ) প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে।
ঙ) ভালো কাজ করলে সকলে প্রশংসা করেন।
>> শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) সৎ ও ভালো মানুষ আমাদের খুবই প্রয়োজন।
খ) আমরা নিয়ম মেনে চলব।
গ) আমরা অন্যকে কখনোই সাহায্য করব না।
ঘ) ভালো মানুষকে সবাই অপছন্দ করে।
ঙ) আমরা সবাইকে সমান চোখে দেখব।
উত্তর : ক) শুদ্ধ খ) শুদ্ধ গ) অশুদ্ধ ঘ) অশুদ্ধ ঙ) শুদ্ধ।

>> শূন্যস্থান পূরণ
ক) ভালো মানুষকে সমাজের সকলেই  করে।
খ) আমরা সব সময় বড়দের  করব।
গ) মানুষের কিছু  থাকে।
ঘ) ভালো মানুষ হলো তারা যারা কারোর  করেন না।
ঙ) ভালো মানুষ কাউকে  দিলে তা রাখেন।
উত্তর : ক) পছন্দ খ) সম্মান গ) গুণ ঘ) ক্ষতি ঙ) কথা।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. আমরা বড়দের কী করব?
উত্তর : আমরা বড়দের সম্মান করব।
২. কোনো মানুষকে কথা দিলে কী করতে হয়?
উত্তর : কোনো মানুষকে কথা দিলে তা রাখতে হয়।
৩. আমরা সব সময় কেমন কাজ করব?
উত্তর : আমরা সব সময় ভালো কাজ করব।

কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

সাধারণ
১. আমরা কেন ভালো মানুষ হব? ভালো মানুষের ৫টি গুণ উল্লেখ কর।
উত্তর : আমরা ভালো মানুষ হব, কারণ সমাজের সবাই ভালো মানুষকে পছন্দ করে। তার সাথে ভালো ব্যবহার করে। ভালো মানুষের ৫টি গুণ নিচে উল্লেখ করা হলো :
১) সত্য কথা বলা
২) অন্যের উপকার করা
৩) বড়দের সম্মান করা
৪) ছোট-বড় সবাইকে ভালোবাসা
৫) নিয়ম মেনে চলা।
> যোগ্যতাভিত্তিক
২. তুমি ভালো মানুষদের পছন্দ কর। কোন ৫টি কাজ করলে সমাজের মানুষ তোমাকে ভালো মানুষ বলবে ও পছন্দ করবে?
উত্তর : যে ৫টি কাজ করলে সমাজের মানুষ আমাকে ভালো বলবে ও পছন্দ করবে সেগুলো হলো :
১) আমাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে।
২) কারও ক্ষতি করা যাবে না।
৩) সব সময় সত্য কথা বলতে হবে।
৪) বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে।
৫) পরিবার ও সমাজের নিয়ম মেনে চলতে হবে।

যাচাই করি (নমুনা প্রশ্ন) অধ্যায় ৫ : মানুষের গুণ

 অল্প কথায় উত্তর দাও :
১. ভালো শিক্ষকের কিছু গুণ উল্লেখ কর।
উত্তর : ভালো শিক্ষকের কিছু গুণ হলো- সততা, ভালো ব্যবহার, সত্যবাদিতা, নিয়মানুবর্তিতা, কথা দিয়ে কথা রাখা, বড়দের সম্মান করা ইত্যাদি।
২. একটি ভালো কাজের উদাহরণ দাও।
উত্তর : সত্য কথা বলা একটি ভালো কাজ।
৩. একটি খারাপ কাজের নাম লেখ, যা কারো করা উচিত নয়।
উত্তর : মিথ্যা কথা বলা একটি খারাপ কাজ। এটি কখনোই করা উচিত নয়।
৪. যদি রাস্তায় তুমি কিছু টাকা পাও, তবে কী করবে?
উত্তর : রাস্তায় কিছু টাকা পেলে আমি তা খরচ করব না। আশপাশে কোনো থানা খুঁজে পেলে সেখানে জমা দিয়ে দেব। তা না পারলে বাড়ির গুরুজনদের কাছে টাকাগুলো দিয়ে দেব।
>> প্রশ্নগুলোর উত্তর দাও :
১. মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে?
উত্তর : সততা, সত্যবাদিতা, কথা দিয়ে কথা রাখা বড়দের শ্রদ্ধা করা, অসহায় মানুষকে সাহায্য করা ইত্যাদি গুণ মানুষকে ভালো কাজ করতে সাহায্য করে।
২. তোমার কোন ভালো কাজের জন্য তুমি পরিচিত হতে চাও?
উত্তর : সততার জন্য আমি সবার কাছে পরিচিত হতে চাই।

Scroll to Top

Comments

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *

Popular posts from this blog

নরমালিটি

SUSTAINED RELEASE DOSAGE FORM

Gas Chromatography (GC or GLC)



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;