If you need pdf note please contact me over messenger.

Definition (1):

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।

Every single word we use in a sentence is called a Part of Speech.

Example:

Karim is a good boy.

He goes to school

Ashik eats Rice.

নং বাক্যে,  Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech. 

 

ঠিক একই ভাবে নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।

 

Definition (2):

Words are considered as the smallest part of a sentence.  According to the use and work, words are divided into different classes, called parts of speech.

বাক্যে, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।

Example:

Do not run in the sun.

Walking is the best exercise.

He went to school.

উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।

Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech Word কিন্তু সকল Word Parts of Speech না।

Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে Parts of Speech বলা যাবেনা। আমি যদি বলি Water তাহলে সেটা কোন Part of Speech হবেনা কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ন আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি Water is life তাহলে Water একটি Parts of Speech হবে। কারণ, এখানে water বাক্যেরই একটি অংশ।

Parts of Speech এর প্রকারভেদঃ

There are eight types of parts of speech according to their functions in a sentence.

 

Noun (বিশেষ্য)

Pronoun (সর্বনাম)

Adjective (নাম বিশেষণ)

Verb (ক্রীয়া বা কাজ)

Adverb (ক্রীয়া বিশেষণ)

Preposition (পদান্বয়ী অব্যয়)

Conjunction (সংযোজক অব্যয়)

Interjection (আবেগ সূচক অব্যয়)













Comments

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *

Popular posts from this blog

নরমালিটি

SUSTAINED RELEASE DOSAGE FORM

Pharma Jobs Solution pdf



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;