10 chapter chemistry(class 9-10)
ইস্পাত এবং কাঁসা দুটি সংকর ধাতু। ১ম টিতে মূল উপাদান P আছে 74% এবং ২য় টিতে মূল উপাদান Q আছে 90% ।
ক. বক্সাইডের সংকেত কী ?
খ. ইলেকট্রপ্লেটিং কাকে বলে বুঝিয়ে লেখ।
গ. P ধাতু নিষ্কাশনে সংঘটিত বিক্রিয়াসমূহ বর্ণনা কর ।
ঘ. Q ধাতু নিষ্কাশনে তাপজারণ ও তড়িৎবিশ্লেষণ উভয় পদ্ধতির প্রয়োজন — বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
Comments
Post a Comment
Thanks