এসিড-ক্ষার টাইট্রেশনে নির্দেশকের ব্যবহার
আমরা জানি , এসিড ও ক্ষারকের তীব্রতার উপর নির্ভর করে বিভিন্ন নিদের্শক ব্যবহার করা হয় ।কারণ প্রতিটি নির্দেশক একটি নির্দিষ্ট pH এ আয়নিত হয়ে বর্ণ পরিবর্তন করে। যদিও আমরা জানি নিরপেক্ষ দ্রবণের পি এইচ 7 তথাপি এসিড ক্ষার টাইট্রেশনের সময় প্রমোশনের বিন্দুতে pH এর মান সব সময় 7 থাকে না ।প্রশমন বিন্দুতে পিএইচ এর মান টাইট্রেশনে ব্যবহৃত এই এসিড ও ক্ষারকের প্রকৃতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
১। তীব্র এসিড ও মৃদু ক্ষারের প্রশমন বিক্রিয়ায় যে লবন উৎপন্ন হয় দ্রবণে তারা অম্ল ধর্ম প্রদর্শন করে। কারণ অসম শক্তির এসিড ও ক্ষারকের লবণ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়। ফলে তীব্র এসিড ও মৃদু ক্ষার প্রশমন বিক্রিয়ায় যে লবন উৎপন্ন হয় তা অম্লধর্মী এবং পিএইচ এর মান এর বিস্তৃতি 7 নিচে (3.0-6.9)থাকে আর pHএর এ অঞ্চলটিতে মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড বিজিত হয় বলে তীব্র এসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশনে এই দুইটি নির্দেশক ব্যবহার করা হয় ।
২।মৃদু এসিড ও তীব্র ক্ষার থেকে উৎপন্ন লবণের প্রকৃতি দ্রবণে ক্ষারীয়। জলীয় দ্রবণে অসম শক্তির এসিড ক্ষারকের লবণ আদ্র বিশ্লেষিত হয় ।তাই মৃদু এসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন করে তা আদ্র বিশ্লেষিত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে ।তাই শেষ বিন্দুতে দ্রবন ক্ষারধর্মী এবং pH এর মান 7 এর উপরে (8-10)থাকে।এ পরিসরে ফেনোফথ্যালিন বিয়োজিত হয়। ফলে মৃদু এসিড ও তীব্র ক্ষার টাইট্রেশনে এটি একটি কার্যকর নির্দেশক।
৩।প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণকারী এসিড ও ক্ষারক যদি তীব্র হয় তাহলে প্রশমন বিন্দুতে পিএইচ এর মান 7 থাকে। কারন, এক্ষেত্রে যে লবণ উৎপন্ন হয় তা জলীয় দ্রবণে বিশ্লেষিত হয় না। তাই শেষ বিন্দুতে দ্রবণ হয় নিরপেক্ষ। এজন্য দ্রবণে সামান্য তীব্র এসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মান ব্যাপক ভাবে কমে বা বেড়ে যায়। পিএইচ এর বিস্তৃতি অনেক বেশি ( 3-10) থাকে। এ পরিসরে অধিকাংশ নির্দেশক বিয়োজিত হয়। এজন্য এসব ক্ষেত্রে যে কোনো নির্দেশ ব্যবহার সঠিক ফল পাওয়া যায়।
৪।প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণকারী এসিড ও ক্ষার ও উভয়ই দুর্বল হলে দ্রবণটি নিরপেক্ষ হয়। কারন, মৃদু এসিড বা ক্ষার খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়। তাই ক্ষারকে প্রসমন বিন্দুতে pH এর পরিবর্তনের পরিসর অনেক ছোট। এজন্য শেষ বিন্দুতে সামান্য মৃদু ক্ষারক যোগ করলেও পিএইচ এর তেমন পরিবর্তন হয় না। pH এর পরিবর্তনের পরিসর সংকীর্ণ বলে মৃদু এসিড-ক্ষার টাইট্রেশনে কোন নির্দেশকই কার্যকর হয় না।
নির্দেশক |
PH এর পরিসর |
অম্লীয় দ্রবণে বর্ণ |
ক্ষারীয় দ্রবণে বর্ণ |
*মিথাইল অরেঞ্জ |
3.1-4.0 |
গোলাপী লাল |
হলদু |
*মিথাইল রেড |
4.2-6.3 |
লাল |
হলুদ |
*ফেনলফথ্যালিন |
8.3-10 |
বর্ণহীন |
গোলাপী |
*ব্রেমো ফেনল |
3.0-4.6 |
হলুদ |
নীল |
*মিথাইল ইয়োলো |
2.9-4.0 |
লাল |
হলুদ |
|
|
|
|
Comments
Post a Comment
Thanks