তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন(ভাষা শহিদের কথা)
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু ছাত্র-জনতা তা মানবে না। তারা মিছিল করবে। টগবগে তরুণরা বেপরোয়া। প্রয়োজনে তারা জীবন দেবে। মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো। পুলিশ গুলি করল। গুলিতে নিহত হলো রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকে। তাঁরা আমাদের ভাষাশহিদ। এই ভাষাশহিদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তাঁরা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাঁদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। আমরা কখনো তাঁদের ভুলব না।
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।
১) অনুচ্ছেদে কী প্রকাশিত হয়েছে?
(ক) ভাষাশহিদের জন্মপরিচয়
(খ) ভাষাশহিদদের মহান ত্যাগের পরিচয়
(গ) মাতৃভাষায় কথা বলার আনন্দ
(ঘ) মাতৃভাষা শেখার গুরুত্ব
২) ছাত্রদের দাবি কী ছিল?
(ক) উর্দুকে রাষ্ট্রভাষা করার
(খ) বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার
(গ) বাংলাকে রাষ্ট্রভাষা করার
(ঘ) মিছিলে বাধা না দেওয়ার
৩) মিছিলে গুলি চালাল কারা?
(ক) পুলিশ (খ) ছাত্ররা
(গ) জনতা (ঘ) ভাষাশহিদরা
৪) রফিক ও সালামকে আমরা বলি -----
(ক) শহিদ বুদ্ধিজীবী (খ) জাতীয় নেতা
(গ) মুক্তিযোদ্ধা (ঘ) ভাষাশহিদ
৫) পাকিস্তানিরা কী চেয়েছিল?
(ক) বাঙালির মুখের কথা কেড়ে নিতে
(খ) মিছিল করতে
(গ) বাংলাকে রাষ্ট্রভাষা করতে
(ঘ) ভাষার জন্য জীবন দিতে
২. নিচের শব্দগুলোর অর্থ লেখ।
মাতৃভাষা, আত্মত্যাগ, বেপরোয়া, মিছিল, টগবগে।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক) পুলিশের গুলিতে কারা নিহত হলেন?
খ) ভাষাশহিদেরা কিসের জন্য জীবন দিয়েছিলেন?
গ) আমরা ভাষাশহিদদের ভুলব না কেন?
৪. অনুচ্ছেদটির মূলভাব লেখ।
Comments
Post a Comment
Thanks