১০ম রসায়ন(৩য় ও৪র্থ অধ্যায়)
১০ম রসায়ন(৩য় ও৪র্থ অধ্যায়)
৩সময়: ১ ঘন্টা
১।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
একটি মৌলের পরমাণুর মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণির ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করল।
ক. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
খ. এবং পরমাণু দুইটির নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ব্যাখ্যা কর।
গ. ফরিদের আঁকা মডেলটি যে পরমাণু মডেলকে নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
ঘ. অঙ্কিত মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে যৌক্তিক মতামত দাও।
২।
26A, 29B
[এখানে A,B প্রতীকী অর্থে; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়।]
ক. সমাণু কী? ১
খ. উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও।
গ. উদ্দীপকে দ্বিতীয় মৌলটির ইলেকট্রনবিন্যাস ব্যতিক্রমÑব্যাখ্যা কর। ৩
ঘ. প্রথম মৌলটির ইলেকট্রনবিন্যাস লিখে এর যোজনীর ব্যাখ্যা দাও। ৪
৩।
(i) A + HCl ® C2H5Cl
(ii) A + H2 ® B
ক. মুদ্রা ধাতু কাকে বলে? ১
খ. পলিমারকরণ বিক্রিয়া বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকের ‘A’ যৌগটিকে কীভাবে শনাক্ত করা যায়? সমীকরণসহ লিখ।
ঘ. উদ্দীপকের A ও B যৌগের মধ্যে তুলনা কর। ৪
৪।
ক. পর্যায় কাকে বলে? ১
খ. ফসফরাস মৌলের পর্যায় সারণিতে অবস্থান ব্যাখ্যা কর। ২
গ. যে কোনো পর্যায়ের মৌলের আকারের পরিবর্তন উল্লিখিত পর্যায়টির মাধ্যমে প্রমাণ কর। ৩
ঘ. উল্লিখিত গ্রপটির সক্রিয়তার ক্রম H2O এর সাথে বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ কর। ৪
A -- 1s22s22p63s1
B -- 1s22s22p63s23p64s1
C --- 1s22s22p63s23p5
ক. আইসোটোপ কী? ১
খ. নিষ্ক্রিয় গ্যাস বলতে কী বুঝ? ২
গ. Aমৌলটির গ্রæপের সদস্যদের বৈশিষ্ট্যমূলক ধর্ম ব্যাখ্যা কর। ৩
ঘ. B এবং C মৌলদ্বয়ের গ্রপের তুলনামূলক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
Comments
Post a Comment
Thanks