ব্যাক টাইট্রেশনের গল্প
একবার আমি একটা দোকান থেকে অল্পকিছু টাকার বাকিতে জিনিস কিনেছিলাম।কিন্তু ঠিক কত টাকা আমার ঠিক মনে ছিলনা।এখন আমিতো সেই টাইপের বুদ্ধিমান, আমি ১০০ টাকা আমার বন্ধু শহিদের কাছে দিয়ে বল্লাম ঐ দোকানে কিছু টাকা পাবে দিয়ে আসোতো।আমি জানি শহিদের কাছে আর কোন টাকা নেই।বেচারা টাকা দিয়ে আসলো।কিন্তু অতি চালাকের গলায় দড়ি,আমার হটাৎ মনে পড়লো আরে দোকানীতো ১০০ টাকা পাবেনা আরো কম পাবে।এখন বন্ধুকেতো বলা যায়না বাকি টাকা ফেরত দাও।কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে দোকদনী কত টাকা পেত আমার কাছে।প্রথমেই বলেছি আমি সেই টাইপের বুদ্ধিমান, আবার একটা বুদ্ধি বের করলাম।শহিদকে বল্লাম চলো কিছু খাই।খাওয়ার পর শহিদ ওর পকেট থেকে ২০টাকা বের করল।ওর কাছে আর টাকা নেই।আমি তখন বিজয়ের হাসি হেসে বের করে ফেল্লাম দোকানী কত টাকা পেতো।দিয়েছিলাম ১০০টাকা,ফেরত পেলাম ২০ টাকা।তার মানে দোকানী পেত ৮০ টাকা।এই যখন হিসাব করছি তখন মনে হলো এই যা টাকা তো আমি আর পেলামনা সেটাওতো খরচ হয়ে গেল।কি আর করার আগেই বলেছি আমি সেই বুদ্ধিমান।
ব্যাক টাইট্রেশন ঠিক আমার এই গল্পের মতন।ভুল করে হোক আর ইচ্ছা করে হোক ধরো বুরেট থেকে বেশি পরিমান এসিড কনিক্যাল ফ্লাক্সে রাখা ক্ষার দ্রবণে নিয়ে ফেলেছি।যেহেতু বেশি এসিড দিয়েছি তাই তারা বিক্রিয়া করে লবন পানি তৈরি করার পরও কিছু এসিড বেশি থেকে যাবে।ঐ যে আমার টাকার মত।দোকানীর দরকার ৮০ আমি দিয়েছি ১০০ এখানেও যতটুকু এসিড দরকার তার থেকে বেশি দিয়ে ফেলেছি।এখন যদি আমি কোন ভাবে বের করতে পারি কতটুকু এসিড বেশি দিয়েছি তাহলে কিন্তু এটা বের করতে পারব যে ঐ ক্ষারের জন্য কতটুকু এসিড দরকার ছিল।যেটা আমি বুদ্ধি করে শহিদকে হোটেলে নিয়ে খেয়ে তারপর বুঝেছিলাম। এখন তুমি যদি আমার মত বুদ্ধিমান হও তবে কি করবে?
নিশ্চয় কনিক্যাল ফ্লাস্কে থাকা বেশি পরিমান এসিড কতটুকু তা জানার জন্য ওর সাথে ফোঁটায় ফোঁটায় ক্ষার যোগ করতে থাকবে।যেই মাত্র এসিড ক্ষার বিক্রয়া করে পানি হয়ে যাবে অমনি আমরা বুঝতে পারব কতটুকু বেশি এসিড আমরা নিয়েছিলাম।এখনো বুঝতে পারলেনা কিভাবে বের করলাম?
আরে আমরা যেমন ২০ টাকার খেয়ে বুঝতে পেরেছিলাম শহিদের পকেটে কত আছে ঠিক তেমনি যতটুকু ক্ষার লাগবে ততটুকুই বেশি এসিড ছিল।এবার খুব সহজে প্রথমে যতটুকু এসিড নিয়েছো আর পরে বের করেছো বেশি এসিডের পরিমাণ এদুটোকে বিয়োগ করলেই পেয়ে যাবো ফ্লাক্সে রাখা প্রথম ক্ষারের ঘনমাত্রা। যেমনটা আমি বের করেছিলাম দোকানী কত পেতো।
বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলোনা কিন্তু।
ও আর হ্যা, আমি কিন্তু সেই টাইপের বুদ্ধিমান 😀😀
Comments
Post a Comment
Thanks