If you need pdf note please contact me over messenger.

 


উভধর্মী পদার্থ (Amphoteric Substance )

 উভধর্মী পদার্থ (Amphoteric  Substance ) বলতে এমন কিছু রাসায়নিক পদার্থ বুঝানো হয়, যাদের মধ্যে অম্ল এবং ক্ষার উভয় রূপ আচরণের ক্ষমতা আছে। 

অন্যভাবে বললে ব্রনস্টেড-লাউরী মতবাদ অনুসারে যে পদার্থ প্রোটন  (H+) দান ও গ্রহণ উভয়ই করতে পারে, তাদেরকে Amphiprotic বলে।

উভধর্মী পদার্থগুলো   (Amphoteric  Substance ) অক্সাইড, হাইড্রোক্সাইড, আয়ন ইত্যাদি হতে পারে। 

এদের মধ্যে উভধর্মী (Amphoteric)অক্সাইডগুলোর ভূমিকা অন্যগুলোর তুলনায় অনেক বেশী। 

অক্সাইডগুলোর উভধর্মীতা (ambiguity)তাদের গঠনে ঐ ধাতুর জারণ অবস্থার উপর নির্ভর করে। (এখানে ধাতু আসলো কোথা থেকে?)


ZnO এর উভধর্মীতা

১. ক্ষার হিসেবেঃ

i. ZnO + HCl → ZnCl2 + H2O

(Zn-ক্লোরাইড)

ii. ZnO + H2SO4 → ZnSO4 + H2O

(Zn-সালফেট)

২. অম্ল হিসেবেঃ

i. ZnO + 2NaOH + 2H2O→ Na2[Zn(OH)4]

( জলযোজিত অবস্থায় )

বা, ZnO + 2NaOH→ Na2ZnO2 + H2O

(Na-জিংকেট) (জলবিযোজিত অবস্থায় )

ii. ZnO + Ca(OH)2 → ZnCaO2 + H2O


Comments

BOOK

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *

Popular posts from this blog

নরমালিটি

Pharma Jobs Solution pdf

SUSTAINED RELEASE DOSAGE FORM



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;