Na ও F এর বন্ধন
প্রত্যেক ইলেকট্রন চায় তার শেষ কক্ষপথ পূর্ণ বা অর্ধপূর্ণ রাখতে ।একে মেীলের সুস্থির অবস্থা বলে।এই সুস্থির অবস্থা অর্জনের জন্য সোডিয়াম ও ফ্লুরিন জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ফ্লুরাইড গঠন করছে। সুস্থির ইলেক্ট্রন বিন্যাস লাভের চেষ্টায় সোডিয়াম তার বহিস্থ ইলেক্ট্রন বর্জন করছে, আর তাপদায়ী প্রক্রিয়ায় ফ্লুরিন সেটা গ্রহণ করছে। ফলে বিপরীত আধানযুক্ত দুটি আয়ন পরস্পর আকর্ষিত হয়ে কঠিন যৌগ তৈরি করছে।এই বিক্রিয়ার মাধ্যমে যে বন্ধন গঠন করেছে তাকে বণল আয়নিক বন্ধন।
Comments
Post a Comment
Thanks