If you need pdf note please contact me over messenger.

প্রথম প্রতিরক্ষা স্তর(First line of Defence)


 মানবদেহের প্রতিরক্ষায় যে প্রতিরক্ষা স্তর Chemical and physical surface barriers হিসেবে বহিরাগত যে কোন অনুজীব বা কণাকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয় তাকে First line of Defence বলে। এ প্রতিরক্ষা স্তর কোন নির্দিষ্ট বহিরাগত বস্তুকে ক্ষতিকর হিসেবে তারগেট না করে সব বহিরাগত পদার্থকেই ক্ষতিকর বিবেচনা করে নিম্নোক্ত Chemical and physical surface barriers এর মিলিত কার্যকর ব্যবস্থা গড়ে তোলে। তাই এ স্তরটি non-specific স্তর নামে পরিচিত: 

ত্বক First line of Defence এর প্রথম স্তর। এই স্তরটি গাঠনিক ভাবে কেরাটিনময়, বায়ুরোধী ওয়াটারপ্রুফ ও অধিকাংশ পদার্থের অভেদ্য। এটি সব সময় প্রতিস্থাপিত হয়। এটার  পিএইচ অ্যাসিডিও এবং  ঘাম গ্রন্থি থেকে উৎপন্ন এন্টিবায়োটিক এর উপস্থিতির কারণে  এর উপরে কোন ক্ষতিকর জীবাণু টিকে থাকতে পারে না ।

 ত্বক ছাড়াও এই প্রতিরক্ষা স্তরে দেহের সকল প্রবেশপথগুলোতে মিউকাস মেমব্রেন আবৃত থাকে।  মিউকাস ঝিল্লি অনেক অংশ আণুবীক্ষণিক ও সদা বহির্মুখী আন্দোলনরত সিলিয়ায় আবৃত থাকে। বহিরাগত কনা ও অনুজীব এ মিউকাস মেমব্রেনের আঠালো  মিউকাসে আটকে দলা পাকিয়ে হাঁচি,কাশি ও থুথু হিসেবে বহিরাগত হয় কিংবা পাকস্থলীতে এসে পৌঁছায়। এছাড়াও আমাদের অশ্রু ও লালাতে লাইসোজাইম এনজাইম রয়েছে যা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। আমাদের কানে রয়েছে একধরনের হলদে বাদামী রঙের মোমের মত পদার্থ  যার নাম সিরোমিন।যা কানের পর্দায় ময়লা বা অনুজীবের আক্রমণে ক্ষতি না করতে পারে এজন্য এটা কাজ করে। পৌষ্টিক নালীতে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম ও হাইড্রোক্লোরিক এসিড ।এছাড়াও রেচন ও জননতন্ত্রে রয়েছে বিভিন্ন রকমের এসিড যেমন যোনিতে থাকা ব্যাকটেরিয়া ল্যাকটিক এসিড ক্ষরণ করে অন্য অনুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়। 


Comments

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *

Popular posts from this blog

নরমালিটি

SUSTAINED RELEASE DOSAGE FORM

Pharma Jobs Solution pdf



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;