প্রথম প্রতিরক্ষা স্তর(First line of Defence)
ত্বক First line of Defence এর প্রথম স্তর। এই স্তরটি গাঠনিক ভাবে কেরাটিনময়, বায়ুরোধী ওয়াটারপ্রুফ ও অধিকাংশ পদার্থের অভেদ্য। এটি সব সময় প্রতিস্থাপিত হয়। এটার পিএইচ অ্যাসিডিও এবং ঘাম গ্রন্থি থেকে উৎপন্ন এন্টিবায়োটিক এর উপস্থিতির কারণে এর উপরে কোন ক্ষতিকর জীবাণু টিকে থাকতে পারে না ।
ত্বক ছাড়াও এই প্রতিরক্ষা স্তরে দেহের সকল প্রবেশপথগুলোতে মিউকাস মেমব্রেন আবৃত থাকে। মিউকাস ঝিল্লি অনেক অংশ আণুবীক্ষণিক ও সদা বহির্মুখী আন্দোলনরত সিলিয়ায় আবৃত থাকে। বহিরাগত কনা ও অনুজীব এ মিউকাস মেমব্রেনের আঠালো মিউকাসে আটকে দলা পাকিয়ে হাঁচি,কাশি ও থুথু হিসেবে বহিরাগত হয় কিংবা পাকস্থলীতে এসে পৌঁছায়। এছাড়াও আমাদের অশ্রু ও লালাতে লাইসোজাইম এনজাইম রয়েছে যা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। আমাদের কানে রয়েছে একধরনের হলদে বাদামী রঙের মোমের মত পদার্থ যার নাম সিরোমিন।যা কানের পর্দায় ময়লা বা অনুজীবের আক্রমণে ক্ষতি না করতে পারে এজন্য এটা কাজ করে। পৌষ্টিক নালীতে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম ও হাইড্রোক্লোরিক এসিড ।এছাড়াও রেচন ও জননতন্ত্রে রয়েছে বিভিন্ন রকমের এসিড যেমন যোনিতে থাকা ব্যাকটেরিয়া ল্যাকটিক এসিড ক্ষরণ করে অন্য অনুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়।
Comments
Post a Comment
Thanks