পদার্থ মডেল টেস্ট-১
পদার্থ বিজ্ঞান ১ম মডেল টেস্ট
দশম শ্রেণি
সময়:১:৩০ মি
১। আনততলে একটি ইস্পাতের বল গড়িয়ে চলার সময় একজন ছাত্র নিচের ছক অনুযায়ী ১ সেকেন্ড পর পর দ্রুতি নির্ণয় করল।
ক. গড় ত্বরণ কাকে বলে? ১
খ. ছক থেকে কিভাবে বোঝা যায় ত্বরণ ধ্র“বক? ব্যাখ্যা কর। ২
গ. বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। ৩
ঘ. ‘স্থির অবস্থান থেকে সমত্বরণে বস্তুর যেকোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক।’ গাণিতিকভাবে কথাটির যথার্থতা বিশ্লেষণ কর। ৪
২।স্থরাবস্থা হতে একটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব নিচের ছকে দেখানো হলো :
ক. জড়তা কী? ১
খ. সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে কী? ব্যাখ্যা কর। ২
গ. 1s পর বস্তুর বেগ নির্ণয় কর। ৩
ঘ. উপরিউক্ত তথ্যের ভিত্তিতে দেখাও যে, গাড়িটি সুষম ত্বরণে চলে। ৪
ক. সমতল দর্পণ কী?
খ. দর্পণের পিছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন?
গ. চিত্র এঁকে দর্পণ থেকে PQ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় কর।
ঘ. প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ১ এবং ২ নম্বর দর্পণের তুলনা কর।
ক. প্রতিবিম্ব কাকে বলে?
খ. দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একইপথে ফিরে আসে কেন?
গ. চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় কর।
ঘ. PQ দর্পণে গঠিত প্রতিবিম্ব অবাস্তব চিত্রসহ ব্যাখ্যা কর।
নৈব্যত্তিক
১. বিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে m = কত?
ক 0 খ .5 গ -1 ঘ l
২.রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
ক বড় হবে খ খর্বিত হবে গ সমান হবে ঘ. ছোট হবে
৩. একটি বস্তুর দৈর্ঘ্য 1m এবং গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধন 0.5m হলে বিম্বের দৈর্ঘ্য কত?
ক .05m খ 0.5m গ 50m ঘ 5m
৪. সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
ক 0 খ 2 গ 12 ঘ 1
৫. একটি বস্তুর দৈর্ঘ্য ০.২ স এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন ০.২ মিটার হলে, বিম্বের দৈর্ঘ্য কত হবে?
ক 0 .04m খ 0.4m গ 4 m ঘ 1m
৬. নিচের কোন সমীকরণটি সরণ, ত্বরণ ও শেষ বেগের মধ্যে সম্পর্ক নির্দেশ করে?
ক v2 = u2 + 2as খ s = ut + at2
গ v = u + at2 ঘ s = t
৭. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক কীরূপ?
ক সমানুপাতিক খ বর্গের সমানুপাতিক
গ ব্যস্তানুপাতিক ঘ বর্গের ব্যস্তানুপাতিক
৮. একটি গাড়ির বেগ 40 m s-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8s পরে 9 ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
ক 5 ms-1 খ 5 ms-1
গ 5 ms-2 ঘ - 5 ms-2
৯. একটি গাড়ির বেগ 40 m s-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5s পর 10 ms-1 হলো। গাড়িটির ত্বরণ কত? (প্রয়োগ)
ক 4 ms-2 খ - 4 ms-2
গ 6 ms-2 ঘ 6 ms-2
১০. একটি বাসের বেগ 36 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 7s পরে 15 ms-1 হয়। বাসটির ত্বরণ কত?
ক - 3 ms-2 খ 3 ms-2
গ 0 ms-2 ঘ - 3 ms-1
Comments
Post a Comment
Thanks