১।
৪।
ক. কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
খ. আলোর প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান। দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি অভিলম্বের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করায় দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে। অর্থাৎ আপতন কোণ, r = 0
প্রতিফলনের সূত্রানুসারে, আপতন কোণ = প্রতিফলন কোণ।
অতএব, প্রতিফলিত আলোক রশ্মি লম্বভাবে ফেরত আসবে।
গ. দর্পণে আপতিত যেকোনো রশ্মির আপতন কোণ প্রতিফলন কোণের সমান।
চিত্রে আপতিত রশ্মি প্রতিফলকের সাথে 60ডিগ্রি কোণে আপতিত হয়েছে। যেহেতু প্রতিফলকের সাথে অভিলম্ব 90 ডিগ্রি কোণে থাকে, কাজেই অভিলম্বের সাথে আপতিত রশ্মির কোণ হবে (90- 60) বা 30 ডিগ্রি অর্থাৎ আপতন কোণ হবে 30 ডিগ্রি ।
প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি,
আপতন কোণ = প্রতিফলন কোণ
অর্থাৎ, আপতন কোণ 30 ডিগ্রি হওয়ায় প্রতিফলন কোণও 30 ডিগ্রি।
ঘ.
PQ দর্পণের সামনে A একটি বিন্দু লক্ষ্যবস্তু। A থেকে AT রশ্মি লম্বভাবে দর্পণে আপতিত হয় এবং TA পথে প্রতিফলিত হয়। আবার AO রশ্মি তির্যকভাবে আপতিত হয় এবং OB পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুইটি পিছনের দিকে বর্ধিত করলে এরা I বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পিছনে I বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। কাজেই I বিন্দুই হলো o বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব।
Comments
Post a Comment
Thanks