প্রসেসর কী?একটি মাইক্রো প্রসেসরের গঠণ ও কাজ বর্ণণা কর।
প্রসেসর:
প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত
একে
CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। যা
ইন্সটকশনের
মাধ্যমে
কম্পিউটারের
যাবতীয়
অপারেশন
নিয়ন্ত্রণ
এবং
সম্পাদন
করে।
মাইক্রোপ্রসেসর
মাইক্রোপ্রসেসর হল এক ধরনের চিপ। এটি মাইক্রোকম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। মাইক্রোপ্রসেসর একক চিপ বা আইসি আকারে মাইক্রোকম্পিউটারের ভেতরে সন্নিবিষ্। মাইক্রোপ্রসেসর দিয়ে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সমাধান করা হয়। এর প্রকৃতি ও ক্ষমতার উপর নির্ভর করে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কার্যক্ষমতা।
মাইক্রোপ্রসেসরের গঠন
মাইক্রোপ্রসেসরের ভেতরের সংগঠনকে তিনটি অংশে ভাগ করা যায়। যথা:
১. নিয়ন্ত্রণ অংশ;
২. গাণিতিক যুক্তি অংশ;
৩. স্মৃতি (Memory)।
মাইক্রোপ্রসেসরের কাজ
মাইক্রোপ্রসেসরের ক্ষমতার উপর কম্পিউটারের ক্ষমতা নির্ভর করে। তাই মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়৷ মাইক্রোপ্রসেসরের কাজগুলো নিচে তুলে ধরা হলো:
· কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে থাকে।
· এটি মেমোরি থেকে ডাটা ও নির্দেশ নিয়ে থাকে।
· মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা আদান-প্রদান করে।
· এটি নির্দেশ ডিকোড করে থাকে।
· এটি গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে থাকে।
· এটি কম্পিউটারের মেমোরিতে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ করে থাকে।
· এটি ইনপুট ও আউটপুট অংশগুলোর সাথে সমন্বয় সাধন করে।
· এটি ইলেকট্রনিক মুভি ডিসপ্লে তৈরি করে থাকে।
Comments
Post a Comment
Thanks