অধ্যায়ঃ১.২
| প্রশ্নঃ ১ | মিশু, মিনাকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় সে ২, ৩, ৮, ৭, ৩ ও ৪ লিখলাে ।
ক, অঙ্ক পাতন বলতে কী বােঝায়? সংখ্যা প্রতীকগুলাের মধ্যে সার্থক অঙ্ক কয়টি?
খ, দেখাও যে, মিনার লিখা অঙ্কগুলাে দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়ােগফল ১৯ দ্বারা বিভাজ্য।
গ. ৪৭৫◻২-এ ◻ চিহ্নিত স্থানে কোন চারটি অঙ্কের যে কোনােটি বসালে প্রতিক্ষেত্রে গঠিত সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হবে?
| প্রশ্নঃ২ | ৫, ৩, ৭, ০, ২ কয়েকটি অংক দেওয়া হলাে।
ক, ৩ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাে লিখ।
খ. অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৬ দিয়ে বিভাজ্য কিনা তা নির্ণয় ।
গ. বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কগুলাের প্রত্যেকটির স্থানীয় মান নির্ণয় করাে ।
| প্রশ্নঃ৩ | ৮, ০, ৫, ৭, ৬ অঙ্কগুলাে লক্ষ কর।
ক. উদ্দীপক থেকে দুইটি করে মৌলিক ও যৌগিক সংখ্যা লেখ? ২
খ. অঙ্কগুলাে দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কি না নির্ধারণ কর।
গ. সংখ্যাটির শেষে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে?
| প্রশ্নঃ ৪| ৪, ০, ৩, ৭, ৮, ১ কয়েকটি সংখ্যা।
ক. উপরে প্রদত্ত সংখ্যাগুলাে হতে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলাে আলাদা করে লেখ।
খ. প্রদত্ত সংখ্যাগুলাে দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করাে।
৪
গ. প্রদত্ত সংখ্যাগুলাে দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার ০ (শূন্য) স্থানে কোন কোন সংখ্যা বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। ৪
Comments
Post a Comment
Thanks