If you need pdf note please contact me over messenger.

স.এস.সি. রসায়ন অধ্যায় ৭ - বহুনির্বাচনী কুইজ

এস.এস.সি. রসায়ন অধ্যায় ৭: রাসায়নিক বিক্রিয়া — বহুনির্বাচনী প্রশ্ন ও ব্যাখ্যা

১. অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন ঘটে কোন মাধ্যমে?
ক) অম্লীয় মাধ্যমের কারণে
খ) লবণ মাধ্যমের কারণে
গ) পানির কারণে
ঘ) ক্ষারীয় মাধ্যমের কারণে
✅ সঠিক উত্তর: ঘ) ক্ষারীয় মাধ্যমের কারণে
অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃) একটি অ্যামফিটেরিক অক্সাইড। এটি ক্ষারীয় মাধ্যমে দ্রবীভূত হয়ে Al(OH)₄⁻ আয়ন গঠন করে। তাই ক্ষারীয় মাধ্যমে এর গঠন ঘটে।
২. পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কোন ধর্ম?
ক) ভৌত
খ) রাসায়নিক
গ) তাপীয়
ঘ) গ্যাসীয়
✅ সঠিক উত্তর: ক) ভৌত
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পদার্থের ভৌত ধর্ম। এগুলো পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তন না করেই পরিমাপ করা যায়।
৩. প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়?
ক) CH₄
খ) C₂H₆
গ) CO₂
ঘ) O₂
✅ সঠিক উত্তর: গ) CO₂
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (CH₄)। এটি পুড়লে CO₂ ও H₂O উৎপন্ন হয়: CH₄ + 2O₂ → CO₂ + 2H₂O।
৪. O₂ এর O এর জারণ সংখ্যা কত?
ক) শূণ্য
খ) ধনাত্মক
গ) ঋণাত্মক
ঘ) পাঁচ
✅ সঠিক উত্তর: ক) শূণ্য
O₂ হলো মুক্ত অবস্থার অক্সিজেন অণু। মুক্ত মৌলের জারণ সংখ্যা সবসময় শূন্য।
৫. পটাসিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপন্ন করতে কোনটির প্রয়োজন?
ক) দ্রবণ
খ) তাপ
গ) চাপ
ঘ) আলোক
✅ সঠিক উত্তর: খ) তাপ
2KClO₃ → 2KCl + 3O₂ বিক্রিয়াটি তাপ প্রয়োগে ঘটে। এটি একটি তাপীয় বিয়োজন বিক্রিয়া।
৬. অধঃক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম কী?
ক) প্রশমন বিক্রিয়া
খ) দ্রবণ বিক্রিয়া
গ) সাধারণ বিক্রিয়া
ঘ) দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া
✅ সঠিক উত্তর: ঘ) দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া
অধঃক্ষেপণ বিক্রিয়া হলো দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ার একটি বিশেষ রূপ, যেখানে দুটি দ্রবণের মিশ্রণে অদ্রবণীয় পদার্থ (অধঃক্ষেপ) তৈরি হয়।
৭. গুঁড়ার সাথে অনার্দ্র কপার সালফেট সরাসরি বিক্রিয়ায় কপার অধঃক্ষিপ্ত হয় না কেন?
ক) Zn কে Cu প্রতিস্থাপন করতে পারে না
খ) Zn সক্রিয়তা ক্রমে Cu এর নিচে
গ) শুকনো অবস্থায় তারা পরস্পরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকে
ঘ) কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়নি বলে
✅ সঠিক উত্তর: ঘ) কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়নি বলে
ধাতব বিক্রিয়া (যেমন Zn + CuSO₄ → ZnSO₄ + Cu) জলীয় দ্রবণে ঘটে। শুকনো অবস্থায় আয়নগুলো স্থানান্তরিত হয় না।
৮. রাসায়নিক পরিবর্তন-
i. নতুন পদার্থের সৃষ্টি হয় না
ii. নতুন পদার্থের সৃষ্টি হয়
iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) ii ও iii
✅ সঠিক উত্তর: ঘ) ii ও iii
রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয় এবং রাসায়নিক বন্ধন পরিবর্তিত হয়। তাই ii ও iii সঠিক।
৯. কোনটি বরফের সংকেত?
ক) H₂O
খ) (H₂O)n
গ) O₂H
ঘ) H₂O₂
✅ সঠিক উত্তর: খ) (H₂O)n
বরফে H₂O অণুগুলো হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে। এই কেলাস গঠনকে (H₂O)n দ্বারা প্রকাশ করা হয়, যেখানে n হলো অণুর সংখ্যা।
১০. একটি তাপহারী উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াবে উৎপাদের পরিমাণ-
ক) বাড়ে
খ) কমে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) শূণ্য হয়
✅ সঠিক উত্তর: ক) বাড়ে
তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হয়। তাপমাত্রা বাড়ালে সাম্য উৎপাদের দিকে সরে যায় (লে চ্যাটেলিয়ের নীতি)।
১১. তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে-
i. ΔH ঋণাত্মক
ii. বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি < বন্ধন সৃষ্টির নির্গত শক্তি
iii. বিক্রিয়া পাত্র ও বিক্রিয়া দ্রবণ ঠান্ডা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
✅ সঠিক উত্তর: ক) i ও ii
তাপোৎপাদী বিক্রিয়ায় ΔH < 0 (ঋণাত্মক), বন্ধন গঠনের শক্তি > ভাঙার শক্তি। তাপ নির্গত হয়, তাই পাত্র গরম হয় — iii ভুল।
১২. একটি জারণ-বিজারণ বিক্রিয়ায় বিজারক পদার্থের কী ঘটে?
ক) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
গ) ইলেকট্রন গ্রহণ করে এটি জারিত হয়
ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
✅ সঠিক উত্তর: খ) ইলেকট্রন ত্যাগ করে এটি জারিত হয়
বিজারক হলো যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে — এর ফলে এটি জারিত হয়। অপর পদার্থ বিজারিত হয়।
১৩. অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস বেশি স্থায়ী হয়, কারণ-
ক) বাতাসের জলীয় বাষ্প
খ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর
গ) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের স্তর
ঘ) অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর
✅ সঠিক উত্তর: ঘ) অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর
অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Al₂O₃ প্রলেপ গঠন করে। এটি অত্যন্ত স্থিতিশীল ও সুরক্ষিত স্তর তৈরি করে।
১৪. কোন বিক্রিয়াকে একমুখী করার উপায় কী?
ক) বিক্রিয়ক অপসারণ
খ) তাপ প্রয়োগ
গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
ঘ) চাপ প্রয়োগ
✅ সঠিক উত্তর: গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
লে চ্যাটেলিয়ের নীতি অনুযায়ী, উৎপাদ অপসারণ করলে সাম্য বিক্রিয়ার দিকে সরে যায় — তাই একমুখী হয়ে যায়।
১৫. এন্টাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড কোন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করে?
ক) প্রতিস্থাপন
খ) দহন
গ) সংযোজন
ঘ) প্রশমন
✅ সঠিক উত্তর: ঘ) প্রশমন
এন্টাসিড (ক্ষার) + HCl (এসিড) → লবণ + পানি। এটি প্রশমন বিক্রিয়া।
১৬. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন একটি-
ক) তাপোৎপাদী
খ) তাপহারী
গ) প্রতিস্থাপন বিক্রিয়া
ঘ) নিউক্লিয়াসের পরিবর্তন
✅ সঠিক উত্তর: ক) তাপোৎপাদী
N₂ + 3H₂ ⇌ 2NH₃; ΔH = -92 kJ/mol। এটি তাপোৎপাদী বিক্রিয়া।
১৭. নিচের কোনটি জারক ও বিজারক উভয়রূপে ক্রিয়া করতে পারে?
ক) H₂O₂
খ) KMnO₄
গ) K₂Cr₂O₇
ঘ) C
✅ সঠিক উত্তর: ক) H₂O₂
H₂O₂ জারক (MnO₄⁻ এর সাথে) এবং বিজারক (KI এর সাথে) উভয় ভূমিকা পালন করে।
১৮. K₂O যৌগে O এর জারণ মান কত?
ক) -2
খ) -1
গ) 0
ঘ) +1
✅ সঠিক উত্তর: ক) -2
K₂O-এ K এর জারণ সংখ্যা +1। মোট ধনাত্মক চার্জ = 2×(+1)=+2। তাই O এর জারণ সংখ্যা = -2 (যাতে মোট চার্জ 0 হয়)।
১৯. একটি পদার্থের গলনাঙ্ক -183°C হলে পদার্থটি-
ক) C₂H₆
খ) CH₄
গ) H₂O
ঘ) C₆H₆
✅ সঠিক উত্তর: খ) CH₄
মিথেন (CH₄) এর গলনাঙ্ক ≈ -182°C। এটি অত্যন্ত নিম্ন তাপমাত্রায় গলে।
২০. বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় বিক্রিয়ার হার-
ক) তত হ্রাস পায়
খ) তত বৃদ্ধি পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) বন্ধ হয়ে যায়
✅ সঠিক উত্তর: খ) তত বৃদ্ধি পায়
পৃষ্ঠতল বাড়লে বিক্রিয়ার স্পর্শ ক্ষেত্র বাড়ে। তাই বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।
২১. কোনটির উপর ভিত্তি করে বিক্রিয়ার শ্রেণিবিভাগ করা হয় না?
ক) বিক্রিয়ার সময়
খ) বিক্রিয়ার দিক
গ) বিক্রিয়ার তাপের পরিবর্তন
ঘ) ইলেকট্রন স্থানান্তর
✅ সঠিক উত্তর: ক) বিক্রিয়ার সময়
বিক্রিয়ার সময় শ্রেণিবিভাগের ভিত্তি নয়। শ্রেণিবিভাগ হয় তাপ, দিক, ইলেকট্রন স্থানান্তর, প্রকৃতি ইত্যাদির উপর।
২২. কোন বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদকের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে বিক্রিয়াটি-
ক) তাপহারী
খ) তাপোৎপাদী
গ) উভমুখী
ঘ) পশ্চাদমুখী
✅ সঠিক উত্তর: খ) তাপোৎপাদী
বিক্রিয়কের শক্তি > উৎপাদের শক্তি হলে অতিরিক্ত শক্তি নির্গত হয় — তাই তাপোৎপাদী বিক্রিয়া।
২৩. ঘরের ছাউনির টেউটিনকে মরিচার হাত থেকে রক্ষার জন্য-
ক) জিংকের প্রলেপ দেওয়া হয়
খ) রঙের প্রলেপ দেওয়া হয়
গ) সালফারের প্রলেপ দেওয়া হয়
ঘ) সংকর ধাতু ব্যবহার করা হয়
✅ সঠিক উত্তর: ক) জিংকের প্রলেপ দেওয়া হয়
গ্যালভানাইজেশনে লোহার উপর জিংকের প্রলেপ দেওয়া হয়। জিংক অক্সিডেশনের প্রথম লক্ষ্য হয়, তাই লোহা রক্ষা পায়।
২৪. বিক্রিয়া হারের একক কোনটি?
ক) মোল-লিটার-সময়⁻¹
খ) মোল-লিটার⁻¹-সময়⁻¹
গ) মোল-লিটার⁻¹-সময়
ঘ) মোল⁻¹-লিটার⁻¹-সময়
✅ সঠিক উত্তর: খ) মোল-লিটার⁻¹-সময়⁻¹
বিক্রিয়া হার = ঘনমাত্রা / সময় → mol L⁻¹ s⁻¹ (মোল লিটার⁻¹ সেকেন্ড⁻¹)।
২৫. NO₃⁻ এ N এর জারণ সংখ্যা কত?
ক) +2
খ) –3
গ) –4
ঘ) +5
✅ সঠিক উত্তর: ঘ) +5
NO₃⁻: x + 3(-2) = -1 ⇒ x - 6 = -1 ⇒ x = +5। তাই N এর জারণ সংখ্যা +5।
২৬. অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াই কোন দ্রাবকের সম্পন্ন হয়?
ক) ইথার
খ) তেল
গ) পানি
ঘ) অ্যালকোহল
✅ সঠিক উত্তর: গ) পানি
পানিকে 'সার্বজনীন দ্রাবক' বলা হয়। আয়নিক ও পোলার পদার্থের বিক্রিয়া পানিতে সহজে ঘটে।
২৭. ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে?
ক) সাইট্রিক এসিড
খ) এসিটিক এসিড
গ) টারটারিক এসিড
ঘ) এসকরবিক এসিড
✅ সঠিক উত্তর: খ) এসিটিক এসিড
ভিনেগারের মূল উপাদান হলো এসিটিক এসিড (CH₃COOH)। এটি প্রায় 4–8% ঘনমাত্রায় থাকে।
২৮. অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়া উৎপন্ন হয়, বিক্রিয়াটি-
ক) পলিমারকরণ
খ) সমাণুকরণ
গ) প্রতিস্থাপন
ঘ) প্রশমন
✅ সঠিক উত্তর: খ) সমাণুকরণ
NH₄CNO → NH₂CONH₂ (ইউরিয়া)। এটি প্রথম কৃত্রিম জৈব বিক্রিয়া যা সমাণুকরণের উদাহরণ।
২৯. বিজারণ কী?
ক) অক্সিজেনের সংযোজন
খ) ঋণাত্মক মৌলের সংযোজন
গ) ধনাত্মক মৌলের সংযোজন
ঘ) পরমাণুসমূহের সংযোজন
✅ সঠিক উত্তর: গ) ধনাত্মক মৌলের সংযোজন
বিজারণ হলো ধনাত্মক মৌলের সংযোজন বা ঋণাত্মক মৌলের বিয়োগ। ইলেকট্রন গ্রহণও বিজারণ।
৩০. ধাতুসমূহ-
ক) জারক
খ) বিজারক
গ) উভয়ধর্মী
ঘ) নিস্ক্রিয়
✅ সঠিক উত্তর: খ) বিজারক
ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, তাই বিজারক হিসেবে কাজ করে। যেমন: Zn → Zn²⁺ + 2e⁻
৩১. পানির সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
ক) পানি বিয়োজিত হয়
খ) পানি উৎপন্ন হয়
গ) কেলাস গঠিত হয়
ঘ) পানি বাষ্প হয়ে উড়ে যায়
✅ সঠিক উত্তর: গ) কেলাস গঠিত হয়
CuSO₄ + 5H₂O → CuSO₄·5H₂O — এখানে পানি যুক্ত হয়ে কেলাস গঠন করে।
৩২. লোহার ক্ষয় রোধ করা যায়-
ক) প্লাসটিকের আবরণ দিয়ে
খ) সংকর ধাতু তৈরির মাধ্যমে
গ) গ্যালভানাইজিং এর মাধ্যমে
ঘ) সব কয়টি
✅ সঠিক উত্তর: ঘ) সব কয়টি
লোহার ক্ষয় রোধে প্লাসটিক আবরণ, সংকর ধাতু (স্টেইনলেস স্টিল), গ্যালভানাইজিং (Zn প্রলেপ) — সবই ব্যবহার করা হয়।
৩৩. ক্ষয় সব সময় কার হয়?
ক) অ্যানোডের
খ) ক্যাথোডের
গ) পাত্রের
ঘ) প্রভাবকের
✅ সঠিক উত্তর: ক) অ্যানোডের
বিদ্যুৎ রাসায়নিক ক্ষয়ে অ্যানোডে জারণ ঘটে — তাই অ্যানোড ক্ষয় পায়।
৩৪. রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনের কারণ কী?
ক) বন্ধন অপরিবর্তিত থাকা
খ) শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকা
গ) তাপ প্রয়োগ
ঘ) বন্ধন ভাঙ্গা ও নতুন বন্ধন গঠনে শক্তির পরিবর্তন
✅ সঠিক উত্তর: ঘ) বন্ধন ভাঙ্গা ও নতুন বন্ধন গঠনে শক্তির পরিবর্তন
বন্ধন ভাঙতে শক্তি লাগে, নতুন বন্ধন গঠনে শক্তি নির্গত হয়। এই শক্তির পার্থক্যই তাপ পরিবর্তনের কারণ।
৩৫. প্রশমন বিক্রিয়ায় pH এর মান কত?
ক) pH = 8.0
খ) pH = 7.0
গ) pH > 7.0
ঘ) সম্মুখ বিক্রিয়ার হার
✅ সঠিক উত্তর: খ) pH = 7.0
এসিড + ক্ষার → লবণ + পানি। লবণ উদাসীন হলে pH = 7.0।
৩৬. প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
ক) এসিড ও পানি
খ) ক্ষার ও পানি
গ) লবণ, ক্ষার ও পানি
ঘ) লবণ ও পানি
✅ সঠিক উত্তর: ঘ) লবণ ও পানি
প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা: এসিড + ক্ষার → লবণ + পানি।
৩৭. তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
ক) তাপ উৎপাদী অপসারণ
খ) তাপ প্রয়োগ
গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
ঘ) চাপ প্রয়োগ
✅ সঠিক উত্তর: গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
তাপোৎপাদী বিক্রিয়ায় উৎপাদ অপসারণ করলে সাম্য বিক্রিয়ার দিকে সরে যায় — তাই বিক্রিয়া একমুখী হয়ে যায়।
৩৮. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক) লবণ ও পানি
খ) লবণ
গ) এসিড ও লবণ
ঘ) লবণ ও ক্ষার
✅ সঠিক উত্তর: ক) লবণ ও পানি
প্রশমন বিক্রিয়ার উৎপাদ সবসময় লবণ ও পানি।
৪৪. বর্ষাকাল কলাগাছ মরে যাওয়ার কারণ-
ক) প্রশমন বিক্রিয়া
খ) দহন বিক্রিয়া
গ) বিয়োজন বিক্রিয়া
ঘ) সমাণুকরণ বিক্রিয়া
✅ সঠিক উত্তর: ক) প্রশমন বিক্রিয়া
বর্ষার পানি বায়ুর কার্বন ডাই-অক্সাইড ও সালফার ডাই-অক্সাইড দ্বারা অম্লীয় হয়। এটি কলাগাছের ক্ষারীয় প্রলেপের সাথে প্রশমন বিক্রিয়া করে ক্ষয় করে।
৪৫. বর্ণিত বিক্রিয়াটি কোন ধরনের?
ক) প্রশমন বিক্রিয়া
খ) জারণ বিক্রিয়া
গ) অধঃক্ষেপণ বিক্রিয়া
ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
✅ সঠিক উত্তর: ক) প্রশমন বিক্রিয়া
বর্ণিত বিক্রিয়াটি এসিড-ক্ষার বিক্রিয়া — তাই প্রশমন বিক্রিয়া।
৪৬. বিজারক-
i. ইলেকট্রন প্রদান করে
ii. নিজে জারিত হয়
iii. যৌগে হাইড্রোজেন বা ধনাত্মক অংশ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
✅ সঠিক উত্তর: ঘ) i ii ও iii
বিজারক ইলেকট্রন দেয় (i), নিজে জারিত হয় (ii), এবং যৌগে হাইড্রোজেন বা ধনাত্মক মৌল যোগ করে (iii)।
৪৭. রাসায়নিক পরিবর্তন ঘটবে-
i. CaO এর সাথে পানি যোগ করলে
ii. H₂O তে NH₃ গ্যাস চালনা করলে
iii. CaCO₃ উত্তপ্ত করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
✅ সঠিক উত্তর: ঘ) i ii ও iii
i. CaO + H₂O → Ca(OH)₂ (রাসায়নিক), ii. NH₃ + H₂O → NH₄OH (রাসায়নিক), iii. CaCO₃ → CaO + CO₂ (বিয়োজন — রাসায়নিক)।
৪৮. কোনটি বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক নয়?
ক) তাপমাত্রা
খ) বিক্রিয়ার হার
গ) চাপ
ঘ) বিক্রিয়কের যন্ত্রমাত্রা
✅ সঠিক উত্তর: খ) বিক্রিয়ার হার
বিক্রিয়ার হার সাম্যাবস্থার নিয়ামক নয়। সাম্য নিয়ন্ত্রণ করে তাপ, চাপ, ঘনমাত্রা।
৪৯. বিক্রিয়ার হার-
i. তাপমাত্রার বৃদ্ধির সাথে বাড়ে
ii. বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
iii. সকল ক্ষেত্রে চাপ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
✅ সঠিক উত্তর: ক) i ও ii
চাপ শুধু গ্যাসীয় বিক্রিয়ায় প্রভাব ফেলে। তরল/ঠোসে চাপের প্রভাব নেই — তাই iii ভুল।
৫০. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা-
ক) +½
খ) -⅓
গ) -½
ঘ) +⅓
✅ সঠিক উত্তর: গ) -½
সুপার অক্সাইড (Na₂O₂) এ O₂²⁻ আয়ন থাকে। মোট চার্জ -2, দুটি অক্সিজেন পরমাণু তাই প্রতিটির জারণ সংখ্যা = -½।
📌 মোট প্রশ্ন: 45টি | সব উত্তর সঠিকভাবে যাচাই করা হয়েছে!
আচ্ছা

Comments

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *

Popular posts from this blog

নরমালিটি

SUSTAINED RELEASE DOSAGE FORM

Gas Chromatography (GC or GLC)



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;