If you need pdf note please contact me over messenger.

 


গণিত সংক্ষিপ্ত প্রশ্ন ৩য় শ্রেণি

অধ্যায়-১ সংখ্যা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর  
১. ‘<’ চিহ্নটির ডানে কোন সংখ্যা বসবে?
 উত্তর : বড় সংখ্যা।
২. ‘<’ চিহ্নটির বামে কোন সংখ্যা বসবে?
 উত্তর : ছোট সংখ্যা। 
৩. পাঁচ সহস্রকে অঙ্কে লেখ।
 উত্তর : ৫০০০।
৪. ২ এর স্থানীয় মান দশক এবং ৫ এর স্থানীয় একক হলে সংখ্যাটি কী?
 উত্তর : ২৫।
৫. ৯৮৭৬ সংখ্যাটি কথায় লেখ।
 উত্তর : নয় হাজার আটশত ছিয়াত্তর।
৬. ১০০০০ সংখ্যাটি কথায় লেখ।
 উত্তর : এক অযুত বা দশ হাজার।
৭. পাঁচ হাজার নয়শত তেষট্টি সংখ্যাটি অঙ্কে লেখ।
 উত্তর : ৫৯৬৩।
৮. ২৯০৯ সংখ্যাটির পরের সংখ্যা কোনটি?
 উত্তর : ২৯১০।
৯. ১০০০ এর আগের সংখ্যা কোনটি?
 উত্তর : ৯৯৯।
১০. ৪৯৫৬ সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান কত?
 উত্তর : ৯০০।
১১. ৬৫ ও ৭৮ সংখ্যা দুটিকে কীভাবে বড় বা ছোট চিহ্নের সাহায্যে দেখানো যায়?
 উত্তর : ৬৫ < ৭৮ অথবা ৭৮ > ৬৫।
১২. ১৭৬, ১৫৫, ১৬৭, ১৯৮ সংখ্যাগুলোকে প্রতীক দিয়ে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে লেখ।
 উত্তর : ১৫৫ < ১৬৭ < ১৭৬ < ১৯৮।
১৩. ৩৯, ২৯, ৩৫, ৪৮, ১১ সংখ্যাগুলোকে প্রতীক দিয়ে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজিয়ে লেখ।
 উত্তর : ৪৮ > ৩৯ > ৩৫ > ২৯ > ১১।
১৪. একাদশ এর আগের ও পরের ক্রমবাচক শব্দ কী কী?
 উত্তর : দশম ও দ্বাদশ।
১৫. ‘অষ্টাদশ’ শব্দটির সংক্ষিপ্ত রূপ কী?
 উত্তর : ১৮শ।

তৃতীয় শ্রেণির গণিত :অধ্যায়-২ এর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :-
১.৩৩০+১৫৫=কত?
উত্তর :-৪৮৫
২.৪৪৪+১২৩=কত?
উত্তর :-৫৬৭
৩.৫০০০+২৫০=কত?
উত্তর :-৫২৫০
৪.৪২০+১৫০=কত?
উত্তর :-৫৭০
৫.১২০০+৭০০=কত?
উত্তর :-১৯০০
৬.৭২০ ও ২৩০ এর যোগফল কত?
উত্তর :-৯৫০
৭.১১২০ ও ২০০ এর যোগফল কত?
উত্তর :-১৩২০
৮.৪০০+৫০০+১০০=কত?
উত্তর :-১০০০
৯.৩৩৩+২২২+১০১=কত?
উত্তর :-৬৫৬
১০.৩০০০+৫০০০০+২০০০=কত?
উত্তর :-৫৫০০০
১১.৫০০+২০০=[] ০০ হলে, খালি ঘরে কোন অঙ্কটি বসবে? 
উত্তর :-৭
১২.২২৩৩+২৩২৩+২৩৩২=[] হলে,খালি ঘরের মান কত?
উত্তর :-৬৮৮৮
১৩.৩০২০০+৬০৫০০+৮০৯=৯১[]০৯; খালি ঘরে সঠিক অঙ্ক নিচের কোনটি হবে? 
উত্তর :-৫
১৪.৫০০+২২২+১২৫=[] হলে,খালিঘরের সংখ্যাটি কত?
উত্তর :-৮৪৭
১৫.৩৫৫+১৮০+৪৬৫=[]হলে, খালি ঘরে কোন সংখ্যাটি হবে? 
উত্তর :-১০০০
১৬.বর্ণা অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৫০০ নম্বর ও বার্ষিক পরীক্ষায় ৪৯৮ নম্বর পেলে,সে মোট কত নম্বর পেল?
উত্তর :-৯৯৮
১৭.রুমার কাছে ৯২০ টাকা আছে। তার বাবা তাকে ৫০০ টাকা এবং তার মা ২৫০ টাকা দিলে তার মোট কত টাকা হবে? 
উত্তর :-১৬৭০
১৮.মিনা এক মাসে ৩২০ পৃষ্ঠা, ৩৬০ পৃষ্ঠা ও ২৪০ পৃষ্ঠার তিনটি গল্পের বই পড়েছে। সে মোট কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে? 
উত্তর :-৯২০ পৃষ্ঠা

Comments

BOOK

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *

Popular posts from this blog

নরমালিটি

SUSTAINED RELEASE DOSAGE FORM

Pharma Jobs Solution pdf



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;