বর্গ কাকে বলে
যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ , তাকে বর্গ বলে।
রম্বস
যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
রম্বসের বৈশিষ্ট্য কি কি
- রম্বসের সবগুলো বাহু পরস্পর সমান।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের প্রত্যেক কর্ণ সংশ্লিষ্ট বিপরীত কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের কর্ণ দুইটি রম্বসটিকে চারটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
- রম্বসের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।
ট্রাপিজিয়াম
ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে এক বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম
| ট্রাপিজিয়াম |
ট্রাপিজিয়াম এর বৈশিষ্ট্য
ট্রাপিজিয়ামের কয়েকটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান্তরাল।
- ট্রাপিজিয়ামের অসমান্তরাল দুইটির মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা এর সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল।
- কোনো ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান হলে তখন এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে যায়।
- ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন কোণ দুইটি পরস্পর সম্পূরক বা ১৮০০।
- ট্রাপিজিয়ামের যেকোনো একটি কর্ণ অপর কর্ণকে একই অনুপাতে বিভক্ত করে।
- সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণ দুইটির দৈর্ঘ্য পরস্পর সমান।
Comments
Post a Comment
Thanks