বর্গ কাকে বলে
যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ , তাকে বর্গ বলে।
রম্বস
যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
রম্বসের বৈশিষ্ট্য কি কি
- রম্বসের সবগুলো বাহু পরস্পর সমান।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের প্রত্যেক কর্ণ সংশ্লিষ্ট বিপরীত কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের কর্ণ দুইটি রম্বসটিকে চারটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
- রম্বসের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।
ট্রাপিজিয়াম
ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে এক বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম
ট্রাপিজিয়াম |
ট্রাপিজিয়াম এর বৈশিষ্ট্য
ট্রাপিজিয়ামের কয়েকটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান্তরাল।
- ট্রাপিজিয়ামের অসমান্তরাল দুইটির মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা এর সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল।
- কোনো ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান হলে তখন এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে যায়।
- ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন কোণ দুইটি পরস্পর সম্পূরক বা ১৮০০।
- ট্রাপিজিয়ামের যেকোনো একটি কর্ণ অপর কর্ণকে একই অনুপাতে বিভক্ত করে।
- সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণ দুইটির দৈর্ঘ্য পরস্পর সমান।
Comments
Post a Comment
Thanks