৫ম শ্রেণির গণিত সংক্ষিপ্ত প্রশ্ন
পঞ্চম শ্রেণি: গণিত
১ম অধ্যায়: গুন
* গুণ্য গুণক = গুণফল
* গুণফল গুণ্য = গুণক
* গুণফল গুণক = গুণ্য
প্রশ্ন-১ : গুণগুলোকে কিভাবে লেখা যায় ?
উত্তর : অনুভূমিকভাবে ।
২য় অধ্যায়: ভাগ
*ভাজ্য = ভাজক ভাগফল
ভাগশেষ
প্রশ্ন-১ : ভাজক ও ভাগশেষের মধ্যে কি সম্পর্ক ?
উত্তর : ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় ।
অথবা, প্রশ্ন : ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কি ?
উত্তর : ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট ।
Note: অর্থাৎ, ভাগশেষ < ভাজক
৩য় অধ্যায়: চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি
প্রশ্ন ১ : বন্ধনী ব্যবহারে, কোন দিক থেকে হিসাব করতে হয় ?
উত্তর : বাম থেকে ডানে হিসাব করতে হয় ।
প্রশ্ন ২: বন্ধনী ব্যবহার করার সময়, পর্যায়ক্রমে কিসের কাজ করতে হয়?
উত্তর : প্রথমে ভাগ তারপর গুন এরপর যোগ এবং সবশেষে বিয়োগ ।
প্রশ্ন ৩: প্রথমে এবং শেষে কোন কোন বন্ধনীর কাজ করতে হয় ?
উত্তর : প্রথমে, প্রথম বন্ধনী এবং শেষে, তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়।
Note: পর্যায়ক্রমে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনীর কাজ করতে হয় ।
৪র্থ অধ্যায়: গাণিতিক প্রতীক
প্রশ্ন ১: ছোট এর গাণিতিক প্রতীক কি ?
উত্তর : " < "
প্রশ্ন ২: বড় এর গাণিতিক প্রতীক কি ?
উত্তর : " > "
প্রশ্ন ৩: খোলা বাক্য কি ?
উত্তর : একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তখন তাকে খোলা বাক্য বলে ।
প্রশ্ন ৪: গাণিতিক বাক্যের অপর নাম কি ?
উত্তর : বন্ধ বাক্য ।
প্রশ্ন ৫: গাণিতিক বাক্য কাকে বলে ?
উত্তর : একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।
প্রশ্ন ৬: অজানা সংখ্যার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি ?
উত্তর : অক্ষর প্রতীক, ,
৫ম অধ্যায়: গুণিতক এবং গুণনীয়ক
প্রশ্ন ১: গুণিতক কি ?
উত্তর : কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুন করলে যে সংখ্যা গুলো পাওয়া যায় সেগুলো ঐ সংখ্যার গুণিতক ।
প্রশ্ন ২: কখন গুণিতকের ভাগশেষ থাকে না ?
উত্তর : যে সংখ্যার গুণিতক, সেই সংখ্যা দ্বারা ভাগ করলে গুণিতকের ভাগশেষ থাকে না ।
যেমন: 2 এর গুণিতক 6, এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। কিন্তু 4 এর গুণিতক 6 নয়, তাই 6 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে।
প্রশ্ন ৩: লসাগু এর পূর্ণরূপ কি ?
উত্তর : লসাগু = লঘিষ্ঠ সাধারণ গুণিতক
প্রশ্ন ৪: লসাগু কাকে বলে ?
উত্তর : দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে "লঘিষ্ট সাধারণ গুণিতক" বা ল.সা.গু বলে।
প্রশ্ন ৫: গুণনীয়ক কি ?
উত্তর : একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নি:শ্বেষে বিভাজ্য হয় সে সংখ্যা গুলোকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে।
প্রশ্ন ৬: কোনো সংখ্যার গুণনীয়ক গুলোর মধ্যে সবসময় কোন কোন সংখ্যা থাকে ?
উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক গুলোর মধ্যে সবসময় ১ এবং ওই সংখ্যা (যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলা হয় থাকে)
প্রশ্ন ৭: গসাগু এর পূর্ণরূপ কি ?
উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ।
প্রশ্ন ৮: গসাগু কাকে বলে ?
উত্তর : দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে "গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক" বা গ.সা.গু বলে।
প্রশ্ন ৯: মৌলিক সংখ্যা কাকে বলে ?
উত্তর :যে সকল সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো দ্বারা ভাগ করা না যায় তাহলে সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২,৩,৫,৭ ইত্যাদি।
প্রশ্ন ১০: গুণনীয়কের অপর নাম কি?
উত্তর : উৎপাদক ।
৬ষ্ঠ অধ্যায় : ভগ্নাংশ
প্রশ্ন ১: ভগ্নাংশ কত প্রকার ও কি কি ?
উত্তর : ৩ প্রকার ।
ক. প্রকৃত ভগ্নাংশ খ. অপ্রকৃত ভগ্নাংশ গ. মিশ্র ভগ্নাংশ
প্রশ্ন ২: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে ?
উত্তর : যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন: {2/3}
প্রশ্ন ৩: অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে ?
উত্তর : যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন: {7/5}
প্রশ্ন ৪: মিশ্র ভগ্নাংশ কাকে বলে ?
উত্তর : পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ হয়, তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন : 2\frac{5}{8}
প্রশ্ন ৫: মিশ্র ভগ্নাংশকে কোন ভগ্নাংশে প্রকাশ করে হিসাব করতে হয়?
উত্তর : অপ্রকৃত ভগ্নাংশে ।
প্রশ্ন ৬: বিপরীত ভগ্নাংশ কিভাবে পাওয়া যায় ?
উত্তর: একটি ভগ্নাংশের লব ও হর এর স্থান পরিবর্তন করলেই বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় । যেমন: \frac{3}{4} এর বিপরীত ভগ্নাংশ হলো \frac{4}{3} ।
প্রশ্ন ৭: কখন একটি সংখ্যা বা ভগ্নাংশকে অপর একটি সংখ্যা বা ভগ্নাংশের বিপরীত বলা হয় ?
উত্তর: যখন একটি সংখ্যা বা ভগ্নাংশকে অপর একটি সংখ্যা বা ভগ্নাংশর সাথে গুন করলে গুনফল ১ হয়, তখন তাদের বিপরীত সংখ্যা বা ভগ্নাংশ বলা হয় ।
প্রশ্ন ৮: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি ?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য \times প্রস্থ ।
প্রশ্ন ৯: "এর" এর অর্থ কি ?
উত্তর: \times বা গুন ।
প্রশ্ন ১০: "এর" এর হিসাব কখন করতে হয় ?
উত্তর: যোগ (+), বিয়োগ (-), গুন \left( \times \right), ভাগ \left( \div \right) এর আগে "এর" এর হিসাব করতে হয়।
৭ম অধ্যায়: দশমিক ভগ্নাংশ
৮ম অধ্যায়: গড়
প্রশ্ন ১: গড় নির্ণয়ের সূত্র কি ?
উত্তর: গড়= রাশি গুলোর যোগফল \div রাশিগুলোর সংখ্যা ।
প্রশ্ন ২: গড় কাকে বলে ?
উত্তর: কতগুলো রাশি দেওয়া থাকলে, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে ।
৯ম অধ্যায়: শতকরা
প্রশ্ন ১: শতকরা কি ?
উত্তর: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০ এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।
প্রশ্ন ২: শতকরা ভগ্নাংশকে কি দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর: শতকরা প্রতীক "%" দ্বারা প্রকাশ করা হয়।
প্রশ্ন ৩: ৫% বার্ষিক মুনাফা এর অর্থ কি ?
উত্তর: ১০০ টাকায় ১ বছরের মুনাফা বা লাভ ৫ টাকা ।
প্রশ্ন ৪: "আসল" কি?
উত্তর: বিনিয়োগকৃত টাকাকে বলা হয় "আসল"।
প্রশ্ন ৫: মুনাফা বের করার সূত্র কি?
উত্তর: মুনাফা = আসল×সময়×মুনাফার হার
প্রশ্ন ৬: "লাভ" কি?
উত্তর: ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে "লাভ" হয়।
প্রশ্ন ৭: "ক্ষতি" কি?
উত্তর: ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে "ক্ষতি" হয়।
প্রশ্ন ৮: শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
উত্তর: ক্রয় মূল্যের উপর ।
১০ম অধ্যায়: জ্যামিতি
প্রশ্ন ১: চতুর্ভূজ কাকে বলে ?
উত্তর: চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভূজ বলে।
প্রশ্ন-২: চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত?
উত্তর: {360^0}
প্রশ্ন ৩: আয়ত কাকে বলে ?
উত্তর: যে চতুর্ভূজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে।
প্রশ্ন ৪: বর্গ কাকে বলে ?
উত্তর: যে চতুর্ভূজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে।
প্রশ্ন ৫: আয়তের বিপরীত বাহুগুলো কি ?
উত্তর: পরস্পর সমান ও সমান্তরাল।
প্রশ্ন ৬: বর্গের বাহুগুলো কেমন?
উত্তর: পরস্পর সমান ও সমান্তরাল।
প্রশ্ন ৭: লম্ব আঁকতে কি ব্যবহার করা হয় ?
উত্তর: ত্রিকোণীসেট ।
প্রশ্ন ৮: ট্রাপিজিয়াম কাকে বলে ?
উত্তর: যে চতুর্ভূজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।
প্রশ্ন ৯: সামন্তরিক কাকে বলে?
উত্তর: যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণ গুলো সমকোণ নয় তাকে সামন্তরিক বলে।
প্রশ্ন ১০: সামন্তরিকের বিপরীত বাহু ও কোণ গুলো কেমন?
উত্তর: পরস্পর সমান।
প্রশ্ন-১১: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি?
উত্তর: ভূমি × উচ্চতা
প্রশ্ন-১২: সমান্তরাল রেখা আঁকতে কি ব্যবহার করা যায় ?
উত্তর: ত্রিকোণীসেট ব্যবহার করা যায় ।
প্রশ্ন ১৩: রম্বস কাকে বলে ?
উত্তর: যে চতুর্ভূজের চারটি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
প্রশ্ন-১৪: রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-
উত্তর: সমকোণে সমদ্বিখন্ডিত করে।
অধ্যায় ১৩: উপাত্ত বিন্যস্তকরণ
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বের করার সূত্র কি?
উত্তর: জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা \div আয়তন
১৪ অধ্যায় : ক্যালকুলেটর ও কম্পিউটার
প্রশ্ন: ক্যালকুলেটর কি ?
উত্তর: ক্যালকুলেটর হলো সাধারণ গননার জন্য হস্ত চালিত একটি ইলেকট্রিক যন্ত্র ।
প্রশ্ন: কম্পিউটার কি ?
উত্তর: কম্পিউটার হলো একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গননা করতে পারে।
Comments
Post a Comment
Thanks