খলিফা হযরত ওমর (রা)
সূচনা: হযরত ওমর (রা) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন সৎ, সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ন্যায়নীতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় খলিফা ওমর (রা) ছিলেন অনন্য। তাই মানুষ তাঁকে হৃদয় দিয়ে ভালোবাসত । বংশ পরিচয়: খলিফা হযরত ওমর (রা) কুরাইশ বংশের আদী গোত্রের লোক ছিলেন। তাঁর পিতার নাম খাতাব এবং মাতা হানতামা। তাঁর প্রকৃত নাম ওমর, উপাধি হলো ফারুক । রাসুল (স)-এর জন্মের তেরো বছর পর ওমর (রা) জন্মলাভ করেন । কিশোর ওমর (রা): কৈশোরে ওমর (রা)-কে তাঁর পিতা উটের রাখালের কাজে নিয়োজিত করেন। তিনি মক্কার নিকটবর্তী 'দাজনান' নামক স্থানে উট চরাতেন। প্রখর রোদে পশমী জামা পরে তিনি মাঠে উটা চরাতেন । যোদ্ধা ও সাহসী ওমর (রা): যৌবনের শুরুতেই হযরত ওমর (রা) যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা এবং বংশ তালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। তিনি ছিলেন তাঁর যুগের শ্রেষ্ঠ কুস্তিগীর। এছাড়াও জাহেলি আরবের এক বিখ্যাত ঘোড়সওয়ার ছিলেন হযরত ওমর (রা)। তিনি যেমন সাহসী ছিলেন তেমনি ছিলেন বীর যোদ্ধা। তাঁর সাথে যুদ্ধ করার সাহস কেউ করত না। ইসলাম গ্রহণ: ইসলাম গ্রহণের পূর্বে ওমর ছিলেন ইসলামের ঘোর বিরোধী। তিনি নবি মুহম্মদ (স)-কে হ