অধ্যায়-৭. চতুর্থ শেণী
১) সংগা লেখ:-
(১) গুণিতক, (২) গুণনীয়, (৩) মৌলিক সংখ্যা , (8) যৌগিক সংখ্যা। কাকে বলে?
২) ল.সা.গু ও গ.সা.গু এর পূর্ণরূপ লেখ? (2)
৩) ৬ ও ৯ এর ৩ টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও ।
৪) ১৫, ৪২ সংখ্যাদুটির গুণনীয় নির্ণয় কর।
৫) গ.সা.গু নির্ণয় কর।-
(১) ২৪,৩২
(২) ৯, ১৮, ৩৬
৫) ল.সা.গু নির্ণয় কর।
(১) ৮, ১৬, ৩২,
(২) ৪,৮,৯
৭) ৩ দ্বারা বিভাজ সংখ্যা নির্ণয় কর।
(১) ২৬২, (২) ২৬৩ (৩)২৬১
৮) একজনের কাছে ৩৫০ টি লিচু আছে। তিনি ৭০ জন লোকের মাঝে লিচু গুলি ভাগ করে দিলেন।প্রত্যেকে কতটি করে লিচু পাবে ?
৯) শহীদের কাছে ২৮ টি ব্যাগ আছে। প্রত্যেক বাগে ৩১ টি কলম আছে। শহীদের নিট মোট কতটি কলম আছে ?
১০) ডলির নিকট ১৩৩ টি লজেন্স আছে। সে তার ৭ জন বন্ধুক লজেন্স গুলো দিতে চায়। প্রত্যেকে কতটি বরে লজেল পারে?
Comments
Post a Comment
Thanks