৩য় শ্রেণির গণিত প্রশ্ন
সকল প্রশ্নের উত্তর দাও।
সময়ঃ১ঘন্টা
১) অধরা তার মা,বাবা ও মায়ের কাছ থেকে ঈদের সালামি
পেল।প্রত্যেকে ১৫০ টাকা করে সালামি দিল।অহনার সালামি অধরার ৩ গুন।
ক.অধরা মোট কত টাকা সালামি পেল?
খ.অহনা কত টাকা সালামি পেল?
গ.দুজনে মোট কত টাকা সালামি পেল?
২)একটি বাগানের প্রতি সারিতে ৬৭৫ টি গাছ আছে।অপর একটি
বাগানের প্রতি সারিতে ৫০০ টি করে গাছ আছে।উভয় বাগানে ৫ টি করে সারি আছে।
ক.প্রথম বাগানে মোট কতটি গাছ আছে?
খ.২য় বাগানে মোট কয়টা গাছ আছে?
গ.১ম বাগানে ২য় বাগানের চেয়ে কতটি গাছ বেশি আছে?
৩)রহিমের কাছে ৫ টি ব্যাগ আছে।প্রত্যেক ব্যাগে ১২৩ টি করে
মারবেল আছে।
ক. তার কাছে মোট কতটি মারবেল আছে?
খ.রহিম করিমকে যদি একটি ব্যাগ দিয়ে দেয় তবে তার কাছে আর
কতটি মারবেল থাকবে?
গ.একটি মারবেলের দাম ২ টাকা হলে মার্বেল গুলোর মোট দাম কত?
Comments
Post a Comment
Thanks