Posts
Showing posts from May, 2022
৬ষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন
- Get link
- X
- Other Apps
সকল প্রশ্নের উত্তর দাও৷ সময়ঃ১ ঘন্টা ১ ) ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির ওজনের অনুপাত ৭ঃ৩ । ক . ব্যস্ত অনুপাত কাকে বলে ? খ . উক্ত মিশ্রণে এসিড ও পানির পরিমাণ নির্ণয় করো । গ . ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির ওজনের অনুপাত ৩ : ৭ হবে ? ২ ) ২৫ মিটার লম্বা একটি বাঁশের ৫ - ৪ / ২৫ মিটার কালো , ৭ - ১ / ৪ মিটার লাল এবং ৪ - ৩ / ১০মিটার হলুদ রং করা হলো । ক . বাঁশটির কালো ও লাল রং করা কত মিটার ? খ . মোট রং করা অংশের পরিমাণ নির্ণয় করো । গ . বাঁশটির কত অংশ রং করা বাকি রইল ? ৩ ) ৫টি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে ৬ , ১২ , ২৪ , ৩০ ও ৪০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল । ক . ৬ ও ১২ এর ল . সা . গু . মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় কর । খ . কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে ? গ . ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকবে ? ৪ ) মিশু , মিনাকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় সে
৩য় শ্রেণির গণিত প্রশ্ন
- Get link
- X
- Other Apps
সকল প্রশ্নের উত্তর দাও। সময়ঃ১ঘন্টা ১) অধরা তার মা,বাবা ও মায়ের কাছ থেকে ঈদের সালামি পেল।প্রত্যেকে ১৫০ টাকা করে সালামি দিল।অহনার সালামি অধরার ৩ গুন। ক.অধরা মোট কত টাকা সালামি পেল? খ.অহনা কত টাকা সালামি পেল? গ.দুজনে মোট কত টাকা সালামি পেল? ২)একটি বাগানের প্রতি সারিতে ৬৭৫ টি গাছ আছে।অপর একটি বাগানের প্রতি সারিতে ৫০০ টি করে গাছ আছে।উভয় বাগানে ৫ টি করে সারি আছে। ক.প্রথম বাগানে মোট কতটি গাছ আছে? খ.২য় বাগানে মোট কয়টা গাছ আছে? গ.১ম বাগানে ২য় বাগানের চেয়ে কতটি গাছ বেশি আছে? ৩)রহিমের কাছে ৫ টি ব্যাগ আছে।প্রত্যেক ব্যাগে ১২৩ টি করে মারবেল আছে। ক. তার কাছে মোট কতটি মারবেল আছে? খ.রহিম করিমকে যদি একটি ব্যাগ দিয়ে দেয় তবে তার কাছে আর কতটি মারবেল থাকবে? গ.একটি মারবেলের দাম ২ টাকা হলে মার্বেল গুলোর মোট দাম কত?