৪র্থ শ্রেণির মডেল টেস্ট
#সৃজনশীল প্রশ্ন
১। বাবা ও ছেলের
বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর । ১০ বছর পূর্বে ছেলের বয়স ছিল ২৭ বছর ।
ক.
ছেলের বর্তমান বয়স কত?
খ.
বাবার বর্তমান বয়স নির্ণয় কর?
গ.
১৫ বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি কত?
২। একটি তামার
তারের দৈর্ঘ্য ১৯৭২ মিটার ।
ক.
কোন সংখ্যাকে ৩৪ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যাবে ।সংখ্যাটি নির্ণয়
কর ?
খ.
তারটিকে সমান ৬৮ ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে?
গ.
১ মিটার তারের দাম ১৭ টাকা হলে সম্পূর্ণ তারের দাম কত?
৩। ৯, ৫, ০, ৪.
২, কয়েকটি অঙ্ক ।
ক.
অঙ্ক গুলো দ্বারা এমন একটি সংখ্যা তৈরি কর যার শুরুতে ৪ ও শেষে ২ থাকবে ।
খ.
অঙ্ক গুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল ও বিয়োগফল নির্ণয় কর ।
গ.
৮৪৫২৯ ও ৪৬৩২ সংখ্যা দুটি কথায় লেখ ও সংখ্যা দুটির যোগফল নির্ণয় কর ।
৪। রাকিবের মায়ের
নিকট পাঁচ হাজার তিন শত সত্তর টাকা আছে । বাজারে যাওয়ার পূর্বে তিনি রাকিবের বাবার
থেকে আরও ৩৪২০ টাকা নিলেন ।
ক. রাকিবের মায়ের নিকট যে টাকা ছিল তাকে সংখ্যায়
প্রকাশ কর ।
খ. রাকিবের মা মোট কত টাকা নিয়ে বাজারে গেল ?
|
ক. ১নং এর খালিঘর পূরণ কর ।
খ. ২নং এর খালিঘর গুলোতে সংখ্যা বসাও ।
গ. একটি খাতা প্রস্তুত করতে ৮৭ টি কাগজের প্রয়োজন
হলে ২০ টি খাতা তৈরিতে কত গুলো কাগজ লাগবে ?
# জ্যামিতিঃ
১। ২ টি বৈশিষ্ট লিখঃ
ক. সমদ্বিবাহু ত্রিভুজ
খ. সমবাহু ত্রিভুজ
গ. বিষমবাহু ত্রিভুজ
২। সংঙ্গা লিখঃ
স্থূলকোন, পূরক কোন, বিপ্রতীপ কোন, সন্নিহিত
কোন
৩। চিত্র সহ সংঙ্গা
দাওঃ সমকোন, সরল রেখা
৪। চিত্র সহ ৩টি
বৈশিষ্ট লেখঃ ত্রিভুজ ।
Comments
Post a Comment
Thanks