মাটি
মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ?
পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। আমাদের জীবনে মাটি অনেক গুরুত্বপূর্ণ ।আমরা বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে থাকি। যেমনঃ
১) বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য আমরা মাটি ব্যবহার করে থাকি। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে।
২) বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালানকোঠা নির্মাণ করে।
৩) বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়।
৪) আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি ব্যবহৃত হয়।
তাই মাটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।
কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি?
সমাধান : ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য আমরা নিচের কাজগুলো করব—
১. মাটির সঠিক পুষ্টি বজায় রাখব।
২. প্রয়োজনীয় পুষ্টি উপাদানযুক্ত সার প্রয়োগ করব। ৩. ফসল আবর্তন পদ্ধতি অবলম্বন করব।
৪. সঠিকভাবে গাছের যত্ন নিব।
৫. মাটিকে দূষণমুক্ত রাখব।
মাটি দূষণের কারণগুলো লেখো।
১) যেখানে সেখানে আবর্জনা যেমন- চিপসের প্যাকেট, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি ফেলা।
২)কৃষি কাজে কীটনাশক ও আগাছানাশকের ব্যবহার।
৩) শিল্পকারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা।
Comments
Post a Comment
Thanks