বাফার কিভাবে কাজ করে?
বাফার দ্রবণ হলো এমন একটি নির্দিষ্ট পিএইচ এর দ্রবণ যাতে সামান্য পরিমাণ এসিড ও সামান্য পরিমান ক্ষার যোগ করলেও pH এর তেমন কোনো পরিবর্তন হয় না। বাফার দ্রবণ সাধারণত দুই প্রকার:
১) অম্লীয় বাফার।
২) ক্ষারীয় বাফার।
দুর্বল এসিড তার কনজুগেট বেজ এর দ্রবণ হল একটি অম্লীয় বাফার দ্রবণ। এবং একটি দুর্বল বেজ ও তার কনজুগেট এসিড হল একটি ক্ষারীয় বাফার দ্রবণ।
যেমন:
CH3COOH+CH3COONa—------(1)
NH4OH + NH4Cl—-------(2)
এখানে (১) নম্বর বিক্রিয়াটি একটি আম্লীয় বাফার এবং (২) নম্বর বিক্রিয়াটি একটি ক্ষারীয় বাফার ।
১ নং বিক্রিয়া থেকে পাই,
CH3COOH=CH3COONa- +H+
এই দ্রবণের ভিতরে যদি আমরা সামান্য এসিড (H+)যোগ করি তবে CH3COO- এর সাথে বিক্রিয়া করে CH3COOH উৎপন্ন করবে।
CH3COONa=CH3COO-+Na+
এবং যদি সামান্য পরিমান ক্ষার(OH) যোগ করি তবে H+ এর সাথে বিক্রিয়া করেH2O তৈরি করবে। আর যতটুকু H+ এর সাথে OH- বিক্রিয়া করেছে ঠিক ততটুকু H+ ,CH3COOH থেকে বিভক্ত হয়ে দ্রবণের পিএইচ ঠিক রাখবে।
Comments
Post a Comment
Thanks