ভরক্রিয়ার সূত্র
ভরক্রিয়ার সূত্র
১৮৬৪ সালে গুলবার্গ
ও
বিজ্ঞানী
ভাগে
ভরক্রিয়ার
সূত্র
প্রদান
করেন।
সূত্রটি হচ্ছে– “নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কসমূহের সক্রিয় ভর তথা মোলার ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক।”
A+B ------- Product
বেগ/হার α
[A] x [B]
বেগ/হার = K x [A] x
[B]
অর্থাৎ A+B=CD
K1[A]x[B]= K2[C]x[D]
K1/K2=[C]x[D]/[A]x[B]
K=[C]x[D]/[A]x[B] { ধরি, K1/K2 = K}
K হল
বেগ/হার
ধ্রুবক
কিন্তু বিক্রিয়াটি যদি এমন হয়,
3A+2B ------ Product
তবে ভরক্রিয়ার সূত্রানুসারে মোল সংখ্যাগুলো
Product এর পাওয়ার হয়ে যাবে।
3A+2B ------ Product
বেগ/হার α
[A]³ x [B]²
বেগ/হার = K x [A]³ x [B]²
কিন্তু তাত্বিক ভাবে এটা সম্ভবনা। কারন Rate Low হল বিক্রিয়কের ঘনত্বের সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক।এটা একমাত্র সম্ভব পরিক্ষালব্ধ ফলাফল দ্বারা।
যেমন:
2NO2 (g) + F2(g)=
2NO2F(g)
এই বিক্রিয়াটি ভরক্রিয়ার সূত্রানুসারে এমন
হওয়ার কথা ছিল:
Rate=K x [NO2]²
+[F2]
কিন্তু
পরিক্ষালব্ধ ফল কিন্তু তা হয়না। পরিক্ষা করলে
আমরা পাবো
Rate=K x [NO2]
+[F2]
Comments
Post a Comment
Thanks