প্রদাহ কি??
টিস্যুর যেকোনো ধরনের ক্ষতি যেমন সংক্রমণজনিত, দহন, যন্ত্রণাদায়ক রাসায়নিক বা আঘাতজনিত দৈহিক ক্ষত ইত্যাদি হলে যে ধারাবাহিক ঘটনা ঘটতে শুরু করে তা হল:
১) ক্ষত স্থানটি লাল হয়ে যায়
২)পরে গরম হয়
৩)ফুলে যায়
৪)এবং সবশেষে ব্যথার প্রকাশ ঘটায়। তাকে সম্মিলিতভাবে প্রদাহ বলে।
রক্ত প্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে তাপমাত্রাও বেড়ে যায়। হিস্টামিনের উপস্থিতির জন্য কৈশিকনালির প্রাচীর বেশি ভেদ্য হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে প্রাচীর ভেদ করে অসংখ্য নিউট্রোফিল এবং অনেক উপকারী উপাদান ও তরল পদার্থ রক্তপ্রবাহে মুক্ত হয়। ফলে ক্ষতস্থান ফুলে ওঠে। নিউট্রোফিল রোগ সৃষ্টির জীবাণু, বিষাক্ত পদার্থ ও মৃতকোষ ভক্ষণ শুরু করে।এসময় ম্যাক্রোফেজ আবির্ভূত হয়ে দ্রুত এসবের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিআক্রমণে নিযুক্ত হয়।
Comments
Post a Comment
Thanks