উদ্দীপকের ছকে উল্লিখিত P ও Q মৌলদুটির পরমাণুসমুহের মধ্যে যৌগ গঠন সম্ভব- যুক্তিসহ বিশ্লেষণ কর
উদ্দীপকের ছকে উল্লিখিত P ও Q মৌলদুটির পরমাণুসমুহের মধ্যে যৌগ গঠন সম্ভব- যুক্তিসহ বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লেখিত P মৌলটি হল অক্সিজেন (O) এবং Q মৌলটি হল ম্যাগনেশিয়াম (Mg)।
মৌল দুটির মধ্যে যৌগ গঠন সম্ভব।
ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন মৌল দুটি আয়নিক যৌগ গঠন করে। দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে।এখানে ম্যাগনেশিয়াম হল ধাতু এবং অক্সিজেন হল অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যৌগ গঠনকালে আয়নিক বন্ধন তৈরি হয়।
আমরা জানি, ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা ১২ এবং অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা ৮।
ম্যাগনেশিয়াম মৌলের শেষ কক্ষপথে ২ টি ইলেকট্রন এবং অক্সিজেন মৌলের শেষ কক্ষপথে ৬ টি ইলেকট্রন রয়েছে।প্রত্যেকটা পরমাণুই চায় তার শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টক পূর্ণ হোক বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করুক।তাই, ম্যাগনেশিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ হয় এবং অক্সিজেন সেই ইলেকট্রনটি গ্রহণ করে আর্গনের কাঠামো অর্জন করে।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, X ও Y মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে আয়নিক যৌগ গঠন সম্ভব।অর্থাৎ, ম্যাগনেশিয়াম ও অক্সিজেন এর সমন্বয়ে ম্যাগনেশিয়াম অক্সাসাইড (MgO) গঠন সম্ভব।
ঘ)
একটি প্রোটন বিশিষ্ট মেীল হল হাইড্রোজেন।আর P যেীগটি হল অক্সিজেন।হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করলে পানি উৎপন্ন হবে। পানির রাসায়নিক সংকেত হল H2O: পানির একটি অণুতে দু'টি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। সমযোজী বন্ধন হল এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণুসমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আবদ্ধ থাকে।অর্থাৎ হাইড্রোজেনের শেষ কক্ষপথের একটি ইলেকট্রন থাকে। তার সুস্থির অবস্থা অর্জনের জন্য আরও একটি ইলেকট্রনের প্রয়োজন। অপরদিকে অক্সিজেনের শেষ কক্ষপথে ৬টি ইলেকট্রন থাকে।অক্সিজেনের সুস্থির অবস্থায় অর্জনের জন্য আরো দুটো ইলেকট্রনের প্রয়োজন। তাই অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পর ইলেকট্রন ভাগাভাগি মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা অর্জন করে।
2 H + O ----- H2O
Comments
Post a Comment
Thanks