নিউক্লিউটাইড কি???
এক অনু পেন্টোজ সুগার,এক অণু নাইট্রোজেন ক্ষারক ও এক অনু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে। নিউক্লিক এসিডের গাঠনিক একক হচ্ছে নিউক্লিওটাইড। খাদ্যের মাধ্যমে নিউক্লিওটাইড পাওয়া যায় এবং সাধারন পুষ্টি উপাদান থেকে নিউক্লিওটাইড সংশ্লেষিত হয়।
নিউক্লিওটাইড এর কাজঃ
১) নিউক্লিওটাইড নিউক্লিক এসিডের মনোমার হিসেবে কাজ করে।
২) এটি বংশগতির বৈশিষ্ট্য বহন করে।
৩) নিউক্লিওটাইড সংশ্লেষণ প্রক্রিয়ায় বাহক হিসেবে কাজ করে।
৪) এটি কোএনজাইম হিসেবে কাজ করে।
আরো সুন্দর তথ্যমূলক আলোচনা চাই।
ReplyDelete