If you need pdf note please contact me over messenger.

উত্তরমালা

 উত্তরমালা


২।শূন্যস্থান পূরণ কর যে কোন ৫টি

ক. -------------- বেশি মানুষ ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়।

উত্তরঃ এক কোটির 

খ. ১৭৫৬ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিংহাসনে বসেন। এ নবাবের নাম--------------

উত্তরঃ সিরাজ উদ দৌল্লা

গ. সিপাহি হামিদুর রহমানকে মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করায় সরকার একটি রাষ্ট্রীয় উপাধি দেয় এ উপাধিটির নাম--------------

উত্তরঃবীরশ্রেষ্ঠ

ঘ. ঢাকার একটি ঐতিহাসকি দুর্গে গোপনে প্রবেশপথ এবং একটি তিন গয়ুজবিশিষ্ট মসজিদ রয়েছে। স্থানটি নাম--------------

উত্তরঃ লালবাগ কেল্লা

ঙ. বাংলাদেশে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে--------------

উত্তরঃ দক্ষ জনসম্পদ রপ্তানি

চ. জনসম্পদ বলতে-------------- বোঝায়?

উত্তরঃ দক্ষ জনগণ

ছ. প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন--------------

উত্তরঃ জমি

জ, দুর্যোগের পূর্বাভাস পেলে --------------করবে?

উত্তরঃ মাইকযোগেপ্রচার করব।

ঞ. আমাদের --------------কাজ করা কখনোই উচিতনয়।

উত্তরঃ কারও অধিকার নষ্ট হতে পারে এরকম কাজ

চ. নিউইয়র্কের পোশাক কারখানার নারী শ্রমিকরা পুরুষের সমান মজুরি ও শ্রমের দাবিতে প্রথম আন্দোলন করে। এটি -------------- সালে ঘটেছিল?

উত্তরঃ ১৮৫৭ সালে

ছ. প্রতিবেশিদের সাথে সুসম্পর্ক রাখার প্রধান কারণ হলো--------------

উত্তরঃ আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে আসেন বলে।

জ. -------------- কাজটি তোমার জন্য ঝুকিপূর্ণ?

উত্তরঃ অপরিচিতি লোকের কাছ থেকে কিছু খাওয়া

ঝ. নাগরিক হিসেবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য হলো --------------

উত্তরঃ নৈতিক আইন মানা

ঞ. গণতন্ত্রের -------------- গ্রহনযোগ্য নয়।

উত্তরঃ জোর করে মত চাপিয়ে দেওয়া

ট. --------------ক্ষুদ্রজাতিসত্তা আচিকমান্দি নামে পরিচিত?

উত্তরঃ গারো

ঠ. খাসি পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সাধারণত সৌভাগ্যবান বলে বিবেচিত হয়। এর প্রধান কারন --------------

উত্তরঃ সম্পত্তির উত্তরাধিকার হয় বলে

ড. ইউনিস্কো বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষাকে ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। ভাষাটির নাম--------------

উত্তরঃ ¤্রাে

ঢ. বিশ্বের দেশগুলোর জন্য-------------- খুবই প্রয়োজন?

উত্তরঃ ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব

৩। মিলকরণ যে কোন ৫টি

ডানপাশ বামপাশ

১. বাঙালির সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে ৩. আমবাগানে

২. পাকস্তানের বাঙালি জনগনের উপর ১. শত্রুমুক্ত করা

৩. পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল ৪. ভালোভাবে গড়ে তুলতে পারে।

৪. মানবাধিকার মানুষের জীবনকে ২. শুরু করে অত্যাচার ও নিপীড়ন

৫. জাতিসংঘের কাজ ৬. ল্লালবাগ কেল্লায়

৫. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

৭. যুদ্ধ প্রতিষ্ঠা করা।












Comments

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *

Popular posts from this blog

নরমালিটি

SUSTAINED RELEASE DOSAGE FORM

Gas Chromatography (GC or GLC)



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;