Posts

If you need pdf note please contact me over messenger.

৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়। অধ্যায় ৫ পার্ট ২

৭ম শ্রেণি | পৌরনীতি - অধ্যায় ৫ | পাঠ ২-৪ ৭ম শ্রেণি | পৌরনীতি - অধ্যায় ৫ | পাঠ ২-৪ সময়: 00:00 আপনার নাম লিখুন: ১. কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কী বলা হয়? দাম্ভিকতা নির্লিপ্ততা ব্যক্তিস্বার্থপরায়ণতা বোকামি ২. দেশের স্বার্থের চাইতে নিজের স্বার্থকে বড় করে দেখাকে কী বলে? দেশপ্রেম নির্লিপ্ততা ব্যক্তিস্বার্থপরায়ণতা বিবেক ৩. কোনটি ছাড়া রাজনৈতিক দল চলতে পারে না? রাজতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র একনায়কতন্ত্র ৪. সুনাগরিক গড়ার জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন? উপযু...

৭ম শ্রেণি | chapter 5 - সুনাগরিক

৭ম শ্রেণি | পৌরনীতি - সুনাগরিক ৭ম শ্রেণি | পৌরনীতি - অধ্যায় ৫ | সুনাগরিক সময়: 00:00 আপনার নাম লিখুন: ১. সুনাগরিক হতে হলে নাগরিকের কয়টি মৌলিক গুণ থাকা আবশ্যিক? ২টি ৩টি ৪টি ৫টি ২. বুদ্ধিমত্তা অর্জনের জন্য সবচেয়ে বেশি কী গুরুত্বপূর্ণ? কম্পিউটার ঘুমানো খেলাধুলা জ্ঞান অর্জন ৩. দক্ষতার সাথে দেশ পরিচালনা করে কোন নাগরিক? বুদ্ধিমান নাগরিক নিরক্ষর নির্লিপ্ত অদক্ষ ৪. রাষ্ট্রের সব নাগরিক হওয়া উচিত— ধনী বুদ্ধিমান বোকা সুনাগরিক নয়...

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর :

৫ম অধ্যায় রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল। সুনাগরিক দেশের জন্য হবে সম্পদ। আর তা না হলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা এবং দায়িত্ব ও কর্তব্য পালনের উপর । এজন্য নাগরিকদের হতে হবে সুনাগরিক। বাংলাদেশ সরকার নাগরিকের পরিচয়, দায়িত্ব, কর্তব্য ও অধিকার নিশ্চিত করার জন্য ডিজিটাল পরিচয়পত্র প্রদান করেছে। আশা করা যায়, নাগরিকের পরিচয় নির্ণয় ও প্রশাসনিক কাজে শৃঙ্খলা আনার ক্ষেত্রে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান অধ্যায়ে সুনাগরিকের প্রয়োজনীয় গুণাবলি, এর প্রতিবন্ধকতা, গুরুত্ব ইত্যাদি দিক সম্পর্কে আমরা জানব। সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর সৃজনশীল—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: সামিহা :  লাজিন, কিছু দিন আগে পত্রিকায় রিকশাওয়ালার খবরটি পড়েছিস? লাজিন :  হ্যাঁ পড়েছি। তার রিকশায় পড়ে থাকা একজন যাত্রীর এক লক্ষ টাকার একটি ব্যাগ পেয়েও নেয়নি। বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয়। সামিহা :  ঐ রিকশাওয়ালার...

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ১ম অধ্যায় : স্বাধীন বাংলাদেশের জন্ম বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। বৃটিশ বিরোধী আন্দোলনের পর স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা পাকিস্তান রাষ্ট্রের শোষণ, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন চালিয়ে এসেছিল। এর মধ্যে বায়ান্নর ভাষা আন্দোলন, পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন অন্যতম । এছাড়া ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ঐতিহাসিক আগরতলা মামলা, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন বাঙালির জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়েই পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়েছে, বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে মানুষ। ফলে ১৯৭১ সালে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সসস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। প্রথম অধ্যায়ে আমরা পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও সংগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানবো। সপ্তম ...

Translate

আপনিও লিখুন

Name

Email *

Message *



animated-world-globe-image-0029Total view web counter

পড়াশোনাতে আপনাকে স্বাগতম
ডাউনোড করুন আমাদের Mobile app;